শামিনার সাহসিকতাকে অভিবাদন কলকাতা পুলিসের
হেস্টিংসের বাসিন্দা শামিনা আনসারির সাহসিকতাকে অভিবাদন জানাল কলকাতা পুলিস। ৩০ ডিসেম্বর বালিগঞ্জের কাছে একটি ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে ছিল শামিনা আনসারির ট্যাক্সি। তখনই ট্যাক্সিতে চড়াও হয়ে তাঁর হার ছিনতাই করে এক দুষ্কৃতী। ঘটনার আকস্মিকতা কাটিয়ে উঠে দুষ্কৃতীর পিছু ধাওয়া করেন শামিনা। বারবার ক্ষুর দিয়ে আঘাত করেও শামিনাকে দমাতে পারেনি ওই ছিনতাইবাজ। শেষ পর্যন্ত এলাকাবাসীর সহযোগিতায় হার উদ্ধার করেন শামিনা।
হেস্টিংসের বাসিন্দা শামিনা আনসারির সাহসিকতাকে অভিবাদন জানাল কলকাতা পুলিস। ৩০ ডিসেম্বর বালিগঞ্জের কাছে একটি ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে ছিল শামিনা আনসারির ট্যাক্সি। তখনই ট্যাক্সিতে চড়াও হয়ে তাঁর হার ছিনতাই করে এক দুষ্কৃতী। ঘটনার আকস্মিকতা কাটিয়ে উঠে দুষ্কৃতীর পিছু ধাওয়া করেন শামিনা। বারবার ক্ষুর দিয়ে আঘাত করেও শামিনাকে দমাতে পারেনি ওই ছিনতাইবাজ। শেষ পর্যন্ত এলাকাবাসীর সহযোগিতায় হার উদ্ধার করেন শামিনা।
ছিনতাইবাজকে তুলে দেন বালিগঞ্জ থানার হাতে। শামিনার সাহসিকতার খবর প্রথম দেখানো হয়েছিল ২৪ ঘণ্টায়। শনিবার তাঁকে লালবাজারে ডেকে অভিবাদন জানান পুলিস কর্তারা।