সিবিআইয়ের দফতরে আজ যাচ্ছেন শুভেন্দু অধিকারী

সিবিআইয়ের দফতরে আজ যাচ্ছেন তৃণমূল সাংসদ শুভেন্দু অধিকারী।  সারদাকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য আগেই শুভেন্দু অধিকারীকে ডেকে পাঠায় সিবিআই। তখন শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, ২৩ সেপ্টেম্বর অবধি ব্যস্ত থাকবেন তিনি। গতকাল সুদীপ্ত সেনের ছায়াসঙ্গী অরভিন্দ সিং চহ্বান অভিযোগ করেন, সুদীপ্ত সেন কলকাতা ছেড়ে পালানোর আগে সারদার মিডল্যান্ড পার্কের অফিসে বৈঠক করেন শুভেন্দু অধিকারীর সঙ্গে।

Updated By: Sep 24, 2014, 11:42 AM IST
সিবিআইয়ের দফতরে আজ যাচ্ছেন শুভেন্দু অধিকারী

ওয়েব ডেস্ক: সিবিআইয়ের দফতরে আজ যাচ্ছেন তৃণমূল সাংসদ শুভেন্দু অধিকারী।  সারদাকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য আগেই শুভেন্দু অধিকারীকে ডেকে পাঠায় সিবিআই। তখন শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, ২৩ সেপ্টেম্বর অবধি ব্যস্ত থাকবেন তিনি। গতকাল সুদীপ্ত সেনের ছায়াসঙ্গী অরভিন্দ সিং চহ্বান অভিযোগ করেন, সুদীপ্ত সেন কলকাতা ছেড়ে পালানোর আগে সারদার মিডল্যান্ড পার্কের অফিসে বৈঠক করেন শুভেন্দু অধিকারীর সঙ্গে।

এদিকে, বিস্ফোরক অভিযোগ করলেন সারদার আধিকারিক অরবিন্দ সিং চৌহান। তাঁর অভিযোগ, কলকাতা ছেড়ে পালানোর আগে ২০১৩-র পাঁচই এপ্রিল মুকুল রায়ের সঙ্গে বৈঠক হয়েছিল  সুদীপ্ত সেনের। নিজাম প্যালেসের সেই বৈঠকে হাজির ছিলেন রজত মজুমদারও। তাঁর আরও অভিযোগ, বৈঠকের দুদিন পর রাতে সারদার মিডল্যান্ড পার্কের অফিসে এসেছিলেন শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে ছিলেন বুম্বা ওরফে অরিন্দম দাস। অবরিন্দ সিং চৌহানের দাবি তিনি নির্দোষ,   আসল দোষীরা এখনও গ্রেফতার হয়নি।

এদিকে, সারদাকাণ্ডে আদালত অবমাননার অভিযোগে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হচ্ছে আইনমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের বিরুদ্ধে। সুপ্রিম কোর্টের নির্দেশেই সারদা কেলেঙ্কারির তদন্ত শুরু করেছিল সিবিআই। সর্বোচ্চ আদালত নির্দেশ দেয়, এই তদন্তে সিবিআইকে সবরকম সাহায্য করতে হবে রাজ্য সরকারকে।

মামলাকারীর অভিযোগ, এই নির্দেশ অগ্রাহ্য করা হচ্ছে। খোদ শাসক দলের পক্ষ থেকেই সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরের সামনে ধরনা-স্লোগান দেওয়া তারই প্রমাণ। এছাড়াও রাজ্যের একাধিক মন্ত্রীর গলায় বারবার সিবিআই তদন্তের বিরুদ্ধে নানা বিরূপ মন্তব্য শোনা গেছে বলেও অভিযোগ। আইনমন্ত্রী ছাড়াও বিধাননগর পুরসভার চেয়ারপার্সন এবং ডেপুটি স্পিকার সোনালী গুহর বিরুদ্ধেও মামলা হচ্ছে।  

.