কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক পদের নির্বাচনে টিএমসিপির প্যানেলে একজনেরই নাম থাকবে, কড়া নির্দেশ পার্থর

কলকাতা বিশ্ববিদ্যালয়ে TMCP-র গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ন্ত্রণে কঠোর নির্দেশ দিলেন পার্থ চট্টোপাধ্যায। তাঁর স্পষ্ট নির্দেশ, বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক পদের নির্বাচনে টিএমসিপির প্যানেলে একজনেরই নাম থাকবে। একাধিক গোষ্ঠী একাধিক প্রার্থীকে দাঁড় করাতে পারবে না। আজ প্রতিদ্বন্দ্বী টিএমসিপি গোষ্ঠীর নেতা অশোক রুদ্র  ও জয়া দত্তকে নিয়ে বৈঠক করেন পার্থ চট্টোপাধ্যায়। সেখানেই এই নির্দেশ দেন তিনি।

Updated By: Feb 2, 2017, 10:34 PM IST
কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক পদের নির্বাচনে টিএমসিপির প্যানেলে একজনেরই নাম থাকবে, কড়া নির্দেশ পার্থর

ওয়েব ডেস্ক: কলকাতা বিশ্ববিদ্যালয়ে TMCP-র গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ন্ত্রণে কঠোর নির্দেশ দিলেন পার্থ চট্টোপাধ্যায। তাঁর স্পষ্ট নির্দেশ, বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক পদের নির্বাচনে টিএমসিপির প্যানেলে একজনেরই নাম থাকবে। একাধিক গোষ্ঠী একাধিক প্রার্থীকে দাঁড় করাতে পারবে না। আজ প্রতিদ্বন্দ্বী টিএমসিপি গোষ্ঠীর নেতা অশোক রুদ্র  ও জয়া দত্তকে নিয়ে বৈঠক করেন পার্থ চট্টোপাধ্যায়। সেখানেই এই নির্দেশ দেন তিনি।

আরও পড়ুন- তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জিকে ফোনে খুনের হুমকি

তাঁর বক্তব্য, বিশ্ববিদ্যালয়ে নির্বাচন পর্ব সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এরপর সাধারণ সম্পাদক নির্বাচন পর্বও যেন শান্তিতেই মেটে। প্রসঙ্গত, এর আগে কলকাতা বিশ্ববিদ্যালয়ে তৃণমূল ছাত্র পরিষদের গোষ্ঠী দ্বন্দ মেটাতে আসরে নামতে দেখা যায় খোদ শিক্ষামন্ত্রীকে। গত ২৩শে জানুয়ারি সব গোষ্ঠীকে নিয়ে বৈঠক করেন শিক্ষামন্ত্রী।

আরও পড়ুন- 'বিপজ্জনক' কলকাতার ৫টি সেতু, সমীক্ষা শুরু রাইটসের

.