সোমেনের কঠিন লড়াই

লড়াইটা যে বেশ কঠিন। তা বিলক্ষণ জানেন দুঁদে রাজনীতিক সোমেন মিত্র। তবু থার্ড ইনিংসে নিজের স্বাতন্ত্র বজায় রেখে লড়াই করতে চান সদ্য তৃণমূল ছেড়ে আসা এই প্রাক্তন সাংসদ। ২১ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে যোগ দেবেন কংগ্রেসে। তার আগে একান্ত সাক্ষাত্‍কারে ২৪ ঘণ্টার মুখোমুখি সোমেন মিত্র।

Updated By: Jan 19, 2014, 12:53 PM IST

লড়াইটা যে বেশ কঠিন। তা বিলক্ষণ জানেন দুঁদে রাজনীতিক সোমেন মিত্র। তবু থার্ড ইনিংসে নিজের স্বাতন্ত্র বজায় রেখে লড়াই করতে চান সদ্য তৃণমূল ছেড়ে আসা এই প্রাক্তন সাংসদ। ২১ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে যোগ দেবেন কংগ্রেসে। তার আগে একান্ত সাক্ষাত্‍কারে ২৪ ঘণ্টার মুখোমুখি সোমেন মিত্র।

১৫ জানুয়ারি তৃণমূল ছেড়েছেন সোমেন মিত্র। জেলায় জেলায় বহু কংগ্রেস নেতাই যোগ দিচ্ছেন তৃণমূলে। এই সময় লড়াই কঠিন জেনেও ফিরেছেন কংগ্রেসে। ৭৭-রে কংগ্রেসের দুর্দিনে নতুন করে সংগঠন গড়ে তোলার অভিজ্ঞতাই ভরসা এই দুঁদে রাজনীতিকের। তৃণমূলের অভিযোগ সিপিআইএমকে অক্সিজেন যোগাতেই দল ছাড়লেন সোমেন মিত্র।

সোমেনের পালটা যুক্তি, "আমি যদি এই কথা বলে আমি অক্সিজেন জুগিয়েছে, ওরা তো শেল্টার দিয়ে বসে আছে। রেজ্জাক মোল্লার হাত তৃণমূলে উত্তর কলকাতায় কী কংগ্রেস তাঁকে প্রার্থী করছে?"

তিনি দল ছাড়লেও ঘরণী তৃণমূলের থাকছেন বলে জানিয়েছেন সোমেন মিত্র।

.