কংগ্রেসে ফিরেই মমতাকে একহাত নিলেন সোমেন
মমতা বন্দ্যোপাধ্যায়ের সততা নিয়েই প্রশ্ন তুললেন প্রাক্তন তৃণমূল কংগ্রেস সাংসদ সোমেন মিত্র। চিটফান্ড কেলেঙ্কারি নিয়ে কেন সিবিআই তদন্ত করাতে ভয় পাচ্ছেন মুখ্যমন্ত্রী তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর মতে, কোনও কেলেঙ্কারিরই সমাধান করার সদিচ্ছা এই সরকারের নেই। মাত্র একদিন আগে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন সোমেন মিত্র। আর তারপর প্রথম সভাতেই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগা শুরু করে দিলেন তিনি।
মমতা বন্দ্যোপাধ্যায়ের সততা নিয়েই প্রশ্ন তুললেন প্রাক্তন তৃণমূল কংগ্রেস সাংসদ সোমেন মিত্র। চিটফান্ড কেলেঙ্কারি নিয়ে কেন সিবিআই তদন্ত করাতে ভয় পাচ্ছেন মুখ্যমন্ত্রী তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর মতে, কোনও কেলেঙ্কারিরই সমাধান করার সদিচ্ছা এই সরকারের নেই। মাত্র একদিন আগে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন সোমেন মিত্র। আর তারপর প্রথম সভাতেই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগা শুরু করে দিলেন তিনি।
চিটফান্ডে প্রতারিত আমানতকারীদের পাশে দাঁড়াতে তৈরি হয়েছে চিটফান্ড সাফারার ইউনিটি ফোরাম। ফোরামে রয়েছেন সুনন্দ সান্যাল, অসীম চট্টোপাধ্যায়,ভগবতী প্রসাদ, বাম নেতা সুজন চক্রবর্তীসহ আরও অনেকে। আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার দাবিতে এই ফোরামকে সামনে রেখে গোটা রাজ্য জুড়েই চলছে আন্দোলন। বুধবার, কমিটির ডাকা এই কনভেনশনে যোগ দিলেন সোমেন মিত্রও। আর তারপরই তার ছেড়ে আসা সরকারকে একের পর এক আক্রমণ।
শুধু সারদা নয়, কনভেনশনে এসেছিলেন অন্যান্য চিটফান্ডে প্রতারিত আমানতকারীরাও।