দিলীপ-শুভেন্দুর সঙ্গে মতানৈক্য! যুব মোর্চার সভাপতির পদ থেকে ইস্তফা দিচ্ছেন Saumitra

মন্ত্রিসভায় ঠাঁই না পাওয়ার জন্যই কি ইস্তফা? বাড়ছে জল্পনা।

Updated By: Jul 7, 2021, 03:05 PM IST
দিলীপ-শুভেন্দুর সঙ্গে মতানৈক্য! যুব মোর্চার সভাপতির পদ থেকে ইস্তফা দিচ্ছেন Saumitra

নিজস্ব প্রতিবেদন: রাজ্য বিজেপি যুব মোর্চার সভাপতির পদ থেকে ইস্তফা দিচ্ছেন সৌমিত্র খাঁ। ফেসবুকে পোস্ট করে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করলেন তিনি। তবে সর্বদা বিজেপির একনিষ্ঠ কর্মী হিসেবে কাজ করবেন বলে জানিয়েছেন বিষ্ণুপুরের সাংসদ।

কেন্দ্রীয় মন্ত্রিসভায় সম্প্রসারণে ঠাঁই না পাওয়ার কারণেই কি ইস্তফা? এমন জল্পনা উড়িয়েছেন সৌমিত্র খাঁ। তবে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে তাঁর মতানৈক্যের কথা Zee ২৪ ঘণ্টার কাছে স্বীকার করে নিয়েছেন তিনি। রাজ্য বিজেপির দুই নেতাকে কটাক্ষ করে সৌমিত্র খাঁ বলেন, গোটা বিজেপিটা তো এখন পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর চালাচ্ছে। 

আরও পড়ুন: জ্বালানীর মূল্যবৃদ্ধির অভিনব প্রতিবাদ, সিঙ্গুর থেকে সাইকেলে বিধানসভায় বেচারাম

আরও পড়ুন: ব্রিকস সম্মেলনে কি যোগ দিয়েছিলেন সনাতন? বিদেশমন্ত্রকে চিঠি পাঠাচ্ছে পুলিস

তবে রাজ্য বিজেপি সূত্রে খবর, সৌমিত্র খাঁয়ের ইস্তফার ইচ্ছা প্রকাশ করার মূল কারণ মন্ত্রিত্ব না পাওয়া। বুধবার নাকি দুপুর ১টা পর্যন্ত দিল্লি থেকে ফোন পাওয়ার আশায় বসেছিলেন সৌমিত্র খাঁ। ভেবেছিলেন ফোন এলেই দিল্লি উড়ে যাবেন। খোঁজ নিতে বেশ কয়েকবার শিব প্রকাশকে ফোনও করেন তিনি। তবে যখন তিনি জানতে পারেন, দিল্লি থেকে এবারের মতো ডাক আসছে না, তখনই তিনি ফেসবুকে ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন।

(আরও বিস্তারিত আসছে...) 

.