দুর্গাপুজো নিয়ে পুলিস কর্তাদের জন্য নবান্ন থেকে জারি বিশেষ নির্দেশ!
প্রত্যেক থানার ওসি বা আইসিরা তাঁদের এলাকার পুজো কমিটি গুলোর সঙ্গে আলোচনা করবেন।
নিজস্ব প্রতিবেদন: দুর্গাপুজো নিয়ে পুলিস সুপার, পুলিস কমিশনারদের বিশেষ নির্দেশ দিলেন ডিজি।
প্রত্যেক থানার ওসি বা আইসিরা তাঁদের এলাকার পুজো কমিটি গুলোর সঙ্গে আলোচনা করবেন। পুজো কমিটিগুলির কাছ থেকে তাঁরা বেশ কিছু বিষয় জানবেন যেমন
১. কীভাবে তাঁরা পুজোর প্ল্যানিং করছেন, তা পুলিসকর্তাদের বিস্তারিত জানাবেন পুজো কমিটির সদস্যরা
২. স্যানিটাইজারের কী ব্যবস্থা রয়েছে?
৩. সামাজিক দূরত্ব কীভাবে বজায় রাখা যাবে মণ্ডপে?
৪. স্বাস্থ্যবিধি মেনে কীভাবে সচেতনতা প্রচার করা হবে?
৫. অঞ্জলি দেওয়ার কী ব্যবস্থা রাখা হচ্ছে?
সব তথ্য সংগ্ৰহ করে এসপি ও সিপিকে পাঠাবে থানাগুলো।
রজত দে খুনের মামলায় আজ সাজা ঘোষণা, এজলাসে কান্না, বাইরে স্লোগান স্ত্রী অনিন্দিতার ফাঁসি
করোনা আবহে পুজোর প্রস্তুতি দেখতে পুজো কমিটিগুলির সঙ্গে আলোচনা করতে নির্দেশ দেওয়া হয়েছে প্রতিটি থানাকে। প্রতিবার ক্রাউড ম্যানেজমেন্ট বা ভিড় সামলানো ছিল পুলিসের মাথা ব্যাথা। আর এবার সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে পুজো মণ্ডপগুলি কীভাবে তৈরি হচ্ছে, তা দেখার জন্য থানাকে নির্দেশ দিয়েছে নবান্ন।