রাজ্যপালের অনুরোধেও অনশনের পথ থেকে সরছেন না স্কুল সার্ভিস কমিশনের চাকরিপ্রার্থীরা
রাজ্যপালের অনুরোধ ফিরিয়ে দিলেন অনশনরত স্কুল সার্ভিস কমিশনের চাকরিপ্রার্থীরা। প্যানেলে নাম থাকা সাড়ে তিন হাজার প্রার্থীকে চাকরি না দেওয়া পর্যন্ত অনশন চলবে বলে জানিয়েছেন তাঁরা। রাজ্যপালের কাছে এসএসসি এবং টেট কেলেঙ্কারি নিয়ে সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন রাজ্য বিজেপি নেতারা।
রাজ্যপালের অনুরোধ ফিরিয়ে দিলেন অনশনরত স্কুল সার্ভিস কমিশনের চাকরিপ্রার্থীরা। প্যানেলে নাম থাকা সাড়ে তিন হাজার প্রার্থীকে চাকরি না দেওয়া পর্যন্ত অনশন চলবে বলে জানিয়েছেন তাঁরা। রাজ্যপালের কাছে এসএসসি এবং টেট কেলেঙ্কারি নিয়ে সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন রাজ্য বিজেপি নেতারা।
প্যানেলভুক্ত হয়েও চাকরি না পাওয়ায় এসএসসি অফিসের সামনে অনশন চালিয়ে যাচ্ছেন চাকরিপ্রার্থীরা। ইতিমধ্যেই অসুস্থ হয়ে পড়েছেন জনা চল্লিশেক। শনিবার রাজ্যপালের হস্তক্ষেপ চেয়ে রাজভবনে যান অনশনকারীরা। বিষয়টি দেখার আশ্বাস দিয়েছেন রাজ্যপাল এম কে নারয়নণ। অনশনকারীদের অনশন তুলে নেওয়ার অনুরোধ জানান তিনি। সে অনুরোধ ফিরিয়ে দিয়েছেন তাঁরা।
শনিবার অনশনরত চাকরিপ্রার্থীদের সঙ্গে রাজভবনে যান রাজ্য বিজেপির একাধিক নেতা। রাজ্যপালের কাছে এসএসসি এবং টেট কেলেঙ্কারি নিয়ে সিবিআই তদন্তের দাবি জানান তাঁরা।
ছাত্র সংগ্রাম ঐক্য মঞ্চ গড়ে তুলেছেন চাকরী প্রার্থীরা। সরকারের হস্তক্ষেপও দাবি করেছেন তাঁরা, কিন্তু সরকারের তরফে এখনও কোনও সাড়া মেলেনি।