Upper Primary: গ্রুপ ডি-র পর আপার প্রাইমারির প্যানেলেও দুর্নীতি! ফের মামলা এসএসসির বিরুদ্ধে
মামলাকারীদের আইনজীবী দেবজ্যোতি বসু বলেন, অন্তত পঞ্চাশ জনের বিরুদ্ধে এমন অভিযোগ রয়েছে
নিজস্ব প্রতিবেদন: স্কুল সার্ভিসের গ্রুপ ডি পদে নিয়োগে দুর্নীতির মামলায় সিবিআইকে গোটা বিষয়টি অনুসন্ধান করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এবার ফের একটি মামলা হল এসএসসির বিরুদ্ধে। অভিযোগ, দুর্নীতি হয়েছে আপার প্রাইমারির নিয়োগেও।
কী অভিযোগ? মামলায় অভিযোগ করা হয়েছে, ২০১৬ সালে আপার প্রাইমারির নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণদের যে তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে এসটি বা তপসিলি উপজাতিদের তালিকায় রাখা হয়েছে অন্যদেরও। এনিয়েই আদালতের দ্বারস্থ এসটি প্রার্থীরা।
আরও পড়ুন-গ্রুপ-ডি কর্মী নিয়োগে হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ রাজ্যের
এসটি প্রার্থীদের অভিযোগ, তালিকায় নাম রয়েছে 'মণ্ডল', 'মাহাতো' পদবিভুক্ত প্রার্থীদের। অথচ সুপ্রিম কোর্টের নির্দিষ্ট গাইডলাইন রয়েছে কারা এসি তালিকায় থাকবেন। সেই নির্দেশিকা মানেনি এসএসি। এমনকি সম্প্রতি মাতাতো-দের যাতে এসটি তালিকায় রাখা হয় তার জন্য প্রধানমন্ত্রীকে চিঠি লেখেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই আর্জি খারিজ হয়ে গিয়েছে।
মামলাকারীদের আইনজীবী দেবজ্যোতি বসু বলেন, অন্তত পঞ্চাশ জনের বিরুদ্ধে এমন অভিযোগ রয়েছে। এসটি ছাড়া অন্য প্রার্থীদের এসটি তালিকায় রাখা হয়েছে কেন? রাজ্য সরকার জানিয়েছে এনিয়ে তদন্ত শুরু হয়েছে। আগামী ২১ ডিসেম্বের সেই তদন্ত রিপোর্ট জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গতকালই গ্রুপ ডি কর্মী নিয়োগ মামলায় হাইকোর্টে ধাক্কা খেয়েছে এসএসসি। ওই নিয়োগকে কেন্দ্র করে যে অনিয়ম হয়েছে তা সিবিআইকে খোঁজ খবর করতে নির্দেশ দেওয়া হয়েছে।