এসএসসি ফর্ম বিলিতে নয়া সঙ্কট

এসএসসি (ssc) নিয়ে ফের নয়া জটিলতা। স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) ফর্ম বিলিতে তৈরি হল নয়া সঙ্কট। বিষয়ভিত্তিক ফর্ম বিলি করতে গররাজি হল পোস্ট অফিস। ফলে বিষয়ভিত্তিক ফর্ম এবার এলাহাবাদ ব্যাঙ্কের মাধ্যমে বিলি করার সিদ্ধান্ত নিল এসএসসি কর্তৃপক্ষ। ব্যাঙ্কের ১৫০টি ব্রাঞ্চ থেকে এই ফর্ম বিলি হবে। তবে কবে থেকে ফর্ম পাওয়া যাবে তা নিয়ে কিছু জানাতে পারেনি স্কুল সার্ভিস কমিশন।

Updated By: Feb 18, 2014, 06:20 PM IST

এসএসসি (ssc) নিয়ে ফের নয়া জটিলতা। স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) ফর্ম বিলিতে তৈরি হল নয়া সঙ্কট। বিষয়ভিত্তিক ফর্ম বিলি করতে গররাজি হল পোস্ট অফিস। ফলে বিষয়ভিত্তিক ফর্ম এবার এলাহাবাদ ব্যাঙ্কের মাধ্যমে বিলি করার সিদ্ধান্ত নিল এসএসসি কর্তৃপক্ষ। ব্যাঙ্কের ১৫০টি ব্রাঞ্চ থেকে এই ফর্ম বিলি হবে। তবে কবে থেকে ফর্ম পাওয়া যাবে তা নিয়ে কিছু জানাতে পারেনি স্কুল সার্ভিস কমিশন।

স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) ফর্ম বিলিতে তৈরি হওয়া নয়া সঙ্কটে চূড়ান্ত বিভ্রান্তিতে পড়েছেন পরীক্ষার্থীরা। স্কুল সার্ভিস কমিশনের কর্তারা অবশ্য বলছেন, এই সঙ্কট খুব তাড়াতাড়ি কাটিয়ে ওঠা যাবে।

.