‘ধান্দাবাজি এবং ক্ষমতার স্বাদ নিতে দলবদল’, Dilip-এর নিশানায় Mukul
মুকুল যাওয়ায় বিজেপির কোনও ক্ষতি হবে না: দিলীপ
নিজস্ব প্রতিবেদন: মুকুল রায়ের তৃণমূলে প্রত্যাবর্তন নিয়ে মুখ খুললেন দিলীপ ঘোষ। সাফ জানালেন মুকুল রায় দল ছাড়ায় বিজেপির কোনও ক্ষতি হবে না। রাজ্য বিজেপি সভাপতির খোঁচা, অনেকে দলবদলকে অভ্যাসে পরিণত করে ফেলেছেন। ধান্দাবাজি করতে এবং ক্ষমতার স্বাদ নিতে তাঁরা দলবদল করেন।
শনিবার প্রাক্তন বিজেপি নেতাকে আক্রমণে কোনও কসুর করনেনি রাজ্য বিজেপি সভাপতি। তিনি জানান, মুকুল রায়কে বড় নেতা মনে করে সম্মান দিয়েছিল বিজেপি। বিজেপির টিকিটেই প্রথমবার বিধায়ক হন তিনি। তবে কেবলমাত্র ক্ষমতার অলিন্দে থাকার জন্য এবং নিজের স্বার্থ চরিতার্থ করাতে তিনি দলবদল করেছেন।
আরও পড়ুন: Newtown Encounter কাণ্ডে চাঞ্চল্যকর মোড়, গ্রেফতার 'আসল' সুমিত কুমার
আরও পড়ুন: সাড়ে তিন বছর পর 'ঘর ওয়াপসি', কেন্দ্রীয় নিরাপত্তা ছাড়লেন Mukul Roy
এমনকি মুকুল রায়কে ‘চাণক্য’ বলাকেও কটাক্ষ করেন দিলীপ ঘোষ। তাঁর জবাব, ‘যে চাণক্য তৃণমূল ছাড়ার পর তৃণমূল ২১৩ আসন পায়, আর বিজেপি ৭৭ আসন পায়, তাহলে চাণক্যর কী উপযোগিতা সেটা বোঝাই যাচ্ছে।‘ মুকুল রায় দল ছাড়ার আগে থেকেই বিজেপিতে বেসুরোদের সংখ্যা বাড়ছে। এদিন তাঁদের উদ্দেশ্যেও বার্তা দেন দিলীপ ঘোষ। তিনি জানান, ‘ঝড়ের সময় অনেকেই চলে যায় যাবে আর যারা থাকবে তাদের বুকে করে রাখবো।‘