কেন্দ্রীয় মন্ত্রীর প্রশংসার পর মুখ লুকোনোর জায়গা পাচ্ছে না রাজ্য বিজেপি

বিশ্ববঙ্গ শিল্প সম্মেলনে রাজ্যের প্রশংসা চার কেন্দ্রীয় মন্ত্রীর। মুখ লুকোনোর জায়গা পাচ্ছে না রাজ্য বিজেপি। এহেন সখ্যের ব্যাখ্যা কী? উত্তর দিতে ঢোক গিলছেন নেতারা। বিশ্ববঙ্গের মঞ্চে চার কেন্দ্রীয় মন্ত্রীর উজ্জ্বল উপস্থিতি। ঢালাও সহযোগিতার আশ্বাস। অন্যদিকে, কয়েক মাস ধরে জেলায় জেলায় আইন অমান্য বিজেপি কর্মীদের মার খাওয়া। জেলে যাওয়া। পাশাপাশি দুটি ছবি কিছুতেই মিলছে না। মেলাতে পারছেন না রাজ্য বিজেপি নেতারা। বিজেপি নেতারা প্রকাশ্যে বিরোধিতার সাহসী মুখই তুলে ধরছেন। কিন্তু, অস্বস্তি তো এড়ানো যাচ্ছে না। কী হবে বিধানসভায় রণকৌশল। শুক্রবার রাজ্য কমিটির বৈঠকে এনিয়ে বক্তব্য রাখেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। বিজেপি সূত্রে খবর, একবারও তৃণমূল বিরোধিতার কথা মুখে আনেননি কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

Updated By: Jan 9, 2016, 09:56 PM IST
কেন্দ্রীয় মন্ত্রীর প্রশংসার পর মুখ লুকোনোর জায়গা পাচ্ছে না রাজ্য বিজেপি

ওয়েব ডেস্ক: বিশ্ববঙ্গ শিল্প সম্মেলনে রাজ্যের প্রশংসা চার কেন্দ্রীয় মন্ত্রীর। মুখ লুকোনোর জায়গা পাচ্ছে না রাজ্য বিজেপি। এহেন সখ্যের ব্যাখ্যা কী? উত্তর দিতে ঢোক গিলছেন নেতারা। বিশ্ববঙ্গের মঞ্চে চার কেন্দ্রীয় মন্ত্রীর উজ্জ্বল উপস্থিতি। ঢালাও সহযোগিতার আশ্বাস। অন্যদিকে, কয়েক মাস ধরে জেলায় জেলায় আইন অমান্য বিজেপি কর্মীদের মার খাওয়া। জেলে যাওয়া। পাশাপাশি দুটি ছবি কিছুতেই মিলছে না। মেলাতে পারছেন না রাজ্য বিজেপি নেতারা। বিজেপি নেতারা প্রকাশ্যে বিরোধিতার সাহসী মুখই তুলে ধরছেন। কিন্তু, অস্বস্তি তো এড়ানো যাচ্ছে না। কী হবে বিধানসভায় রণকৌশল। শুক্রবার রাজ্য কমিটির বৈঠকে এনিয়ে বক্তব্য রাখেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। বিজেপি সূত্রে খবর, একবারও তৃণমূল বিরোধিতার কথা মুখে আনেননি কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

 

.