সারা দেশের উন্নয়নের খরচের তুলনায় রাজ্যের উন্নয়নের খরচ অনেক বেশি: মমতা বন্দ্যোপাধ্যায়

সারা দেশের তুলনায় উন্নয়ন খাতে রাজ্যের খরচ অনেক বেশি। টাউনহলে প্রশাসনিক বৈঠকের পর এমনটাই দাবি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, এবছর বেশকিছু দফতর উন্নয়নের খাতে বরাদ্দের চেয়ে অনেক বেশি অর্থ খরচ করেছে।  উন্নয়ন নিয়ে এদিন কেন্দ্রের বিরুদ্ধেও তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, কেন্দ্রের যাবতীয়  অসহযোগিতা পরেও কৃষি, শিল্পের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অনেক বেশি এগিয়ে রাজ্য।

Updated By: Nov 6, 2015, 06:58 PM IST
সারা দেশের উন্নয়নের খরচের তুলনায় রাজ্যের উন্নয়নের খরচ অনেক বেশি: মমতা বন্দ্যোপাধ্যায়

ওয়েব ডেস্ক: সারা দেশের তুলনায় উন্নয়ন খাতে রাজ্যের খরচ অনেক বেশি। টাউনহলে প্রশাসনিক বৈঠকের পর এমনটাই দাবি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, এবছর বেশকিছু দফতর উন্নয়নের খাতে বরাদ্দের চেয়ে অনেক বেশি অর্থ খরচ করেছে।  উন্নয়ন নিয়ে এদিন কেন্দ্রের বিরুদ্ধেও তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, কেন্দ্রের যাবতীয়  অসহযোগিতা পরেও কৃষি, শিল্পের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অনেক বেশি এগিয়ে রাজ্য।

২০১৬ সালের বিধানসভা ভোটে বিজেপিকেই নিশানা করেছে তৃণমূল। মোদী ব্রিগেডকে ধরাশায়ী করতে শুরু হয়ে গেছে প্রস্তুতিও। দলীয় সভা থেকে প্রশানিক বৈঠক, সুযোগ পেলেই মোদী সরকারের গালমন্দে সরব হচ্ছেন মুখ্যমন্ত্রী। ব্যতিক্রম হয়নি শুক্রবারও। টাউন হলে প্রশাসনিক বৈঠক শেষে রাজ্যের ওপর কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে সরব হয়েছেন নেত্রী। তুলে এনেছেন রাজ্যের সাফল্যের খতিয়ান।

সাফল্যের খতিয়ান রাখতে গিয়ে জমা খরচের ব্যালান্সশিটে সামান্য ভুল। রাজ্যের উন্নয়ন খাতে খরচ কেন্দ্রের থেকেও বেশি, এই পরিসংখ্যান দিতে গুলিয়ে ফেললেন অঙ্কের হিসাব। উন্নয়নে ১০০ য় ১৫০ খরচ।

সারা দেশের চোখ এখন বিহারের ভোটের ফলে। বিহারের কুর্সি কার দখলে যায় তার ওপরে নিভর্র করছে বিজেপির পরবর্তী রোড ম্যাপ। মোদীকে কোনঠাসা করতে বিহারের লালু-নীতীশকে সমর্থন জানিয়েছে মমতা। ঘরের লড়াইয়েও কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে বঞ্চনা ইস্যু যে সবুজ ব্রিগেডের বড় হাতিয়ার হতে চলেছে, তা মুখ্যমন্ত্রীর মোদি তোপেই স্পষ্ট।

 

.