আজ বঙ্গসম্মানে বিশিষ্টদের ভূষিত করবে রাজ্য সরকার

আজ রাজ্যের সবোর্চ্চ সম্মান বঙ্গবিভূষণ ও বঙ্গভূষণ তুলে দেওয়া হবে বিশিষ্টজনেদের হাতে। সমাজের বিভিন্ন ক্ষেত্রের মোট ৩৩জন বিশিষ্ট ব্যক্তিত্বকে বেছে নেওয়া হয়েছে এই বিরল সম্মানে ভূষিত করার জন্য।

Updated By: May 20, 2014, 11:09 AM IST

আজ রাজ্যের সবোর্চ্চ সম্মান বঙ্গবিভূষণ ও বঙ্গভূষণ তুলে দেওয়া হবে বিশিষ্টজনেদের হাতে। সমাজের বিভিন্ন ক্ষেত্রের মোট ৩৩জন বিশিষ্ট ব্যক্তিত্বকে বেছে নেওয়া হয়েছে এই বিরল সম্মানে ভূষিত করার জন্য।

২০১১ সালে ক্ষমতায় এসে রাজ্যের সর্বোচ্চ সম্মান বঙ্গবিভূষণ ও বঙ্গভূষণ দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর ২০১২ থেকে প্রতিবছর ২০ মে সমাজের নানা ক্ষেত্রে প্রতিষ্ঠিত ব্যক্তিত্বের হাতে এই বিরল সম্মান তুলে দেওয়া হয় রাজ্য সরকারের তরফে। এব ছর বঙ্গবিভূষণ ও বঙ্গভূষণ পুরস্কার প্রাপকদের তালিকায় নাম রয়েছে মোট ৩৩ জনের।

এবছর বঙ্গবিভূষণ পাচ্ছেন-

সোনম শেরিং লেপচা, অরুণ ভাদুড়ি, মাখনলাল নট্ট, চিকিতসক সুকুমার মুখার্জি, অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়, অভিনেতা দীপঙ্কর দে, শিল্পপতি বি এম খৈতান, বিচারপতি মহম্মদ আবদুল গনি, সাহিত্যিক নৃসিংহপ্রসাদ ভাদুড়ি, বিশিষ্ট শিক্ষক ফাদার ফেলিক্স রাজ, সঙ্গীতশিল্পী হৈমন্তী শুক্লা, নৃত্যশিল্পী অলকনন্দা রায় এবং সঙ্গীতশিল্পী মোহন সিং।

বঙ্গভূষণ পাচ্ছেন-

ফুটবলার বাইচুং ভুটিয়া, বিদেশ বোস, প্রাক্তন ফুটবলার গৌতম সরকার, সাব্বির আলি, শ্যাম থাপা, শিল্পী তেজেন্দ্রনারায়ণ মজুমদার, মহম্মদ আবদুল ওয়াহাব, মুন্সি গোলাম মুস্তফা, বচ্চন সিং সরল, বিরসা তিরকে, অভিনেত্রী দেবশ্রী রায়, সঙ্গীতশিল্পী শ্রীকান্ত আচার্য, ইন্দ্রনীল সেন, স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত, লোপামুদ্রা মিত্র, ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লা, মনোজ তিওয়ারি, দাবারু সূর্যশেখর গাঙ্গুলি এবং অভিনেত্রী অপরাজিতা আঢ্য।

মঙ্গলবার সন্ধ্যায় সায়েন্স সিটি অডিটোরিয়ামে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রাপকদের হাতে তুলে দেওয়া হবে সম্মান।

.