বৃষ্টি চলবে কাল দুপুর পর্যন্ত, জানাল আবহাওয়া দফতর

আপাতত লাগাতার বৃষ্টির হাত থেকে রেহাই নেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের। আজও দিনভর বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তর বঙ্গোপসাগরে বজ্রগর্ভ মেঘের ফলে একটানা বৃষ্টি চলবে। এরফলে উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। নিম্নচাপ শক্তিশালী হলেও তা  ওড়িশা ও ঝাড়খণ্ডের দিকে সরে গিয়েছে। তবে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় লাগাতার বৃষ্টি হচ্ছে।

Updated By: Aug 20, 2013, 11:25 AM IST

আপাতত লাগাতার বৃষ্টির হাত থেকে রেহাই নেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের। আজও দিনভর বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তর বঙ্গোপসাগরে বজ্রগর্ভ মেঘের ফলে একটানা বৃষ্টি চলবে। এরফলে উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। নিম্নচাপ শক্তিশালী হলেও তা  ওড়িশা ও ঝাড়খণ্ডের দিকে সরে গিয়েছে। তবে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় লাগাতার বৃষ্টি হচ্ছে। কাল, বুধবার দুপুরে বৃষ্টি থামবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

Tags:
.