কালবৈশাখীর সতর্কতা জারি করল আবহাওয়া দফতর

দক্ষিণবঙ্গ জুড়ে কালবৈশাখীর সতর্কতা জারি করল আবহাওয়া দফতর। শনিবার বিকেলের পর থেকেই কালবৈশাখী হতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সঙ্গে বজ্রবিদু্ত্-সহ বৃষ্টি। সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের তিন জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহারেও।

Updated By: Apr 28, 2012, 07:31 PM IST

দক্ষিণবঙ্গ জুড়ে কালবৈশাখীর সতর্কতা জারি করল আবহাওয়া দফতর। শনিবার বিকেলের পর থেকেই কালবৈশাখী হতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সঙ্গে বজ্রবিদু্ত্-সহ বৃষ্টি। সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের তিন জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহারেও।
সকালে কয়েক পশলা বৃষ্টিতে গরমের হাত থেকে কিছুটা হলেও রেহাই পেয়েছে কলকাতা। হালকা বৃষ্টি হয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও। তবে দফায় দফায় হালকা বৃষ্টির পর মেঘ কেটে রোদের দেখা মিলেছে। ভোর থেকে প্রবল বৃষ্টি হয়েছে বাঁকুড়া জেলাতেও।

.