রাজ্যের বরাদ্দ টাকা আটকে দিচ্ছেন মোদী, অভিযোগ সুব্রতর

Updated By: Aug 7, 2014, 11:04 PM IST
রাজ্যের বরাদ্দ টাকা আটকে দিচ্ছেন মোদী, অভিযোগ সুব্রতর

রাজ্যের জন্য কেন্দ্রীয় বরাদ্দের বিশাল অঙ্কের টাকা আটকে দিয়েছে নরেন্দ্র মোদী সরকার। এমনই অভিযোগ রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের। আটকে দেওয়া টাকার পরিমান সাত হাজার কোটিরও বেশি। কেন্দ্রের অসহযোগিতার জেরে মুখ থুবড়ে পড়ছে একশো দিনের কাজ সহ রাজ্যের বহু গ্রামীণ প্রকল্প।     

লোকসভা নির্বাচনের প্রচারের সময় থেকেই নরেন্দ্র মোদী- মমতা বন্দ্যোপাধ্যায় দ্বৈরথ চরমে। এবার কী সেই রাজনৈতিক বিরোধের মাশুল গুনতে হচ্ছে রাজ্যকে? অন্তত তেমনটাই অভিযোগ রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের।  একশো দিনের কাজের প্রকল্প প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা সহ বহু উন্নয়ন প্রকল্পের টাকা আটকে দিয়েছে নরেন্দ্র মোদী সরকার।

পোড় খাওয়া রাজনীতিবিদ সুব্রত মুখার্জি  মনে করছেন  প্রাপ্য  টাকা আটকে তৃণমূল কংগ্রসের ওপর  রাজনৈতিক চাপ তৈরির চেষ্টা করছে কেন্দ্র। শুধু তাই নয়। পঞ্চায়েত মন্ত্রীর দাবি,সম্প্রতি পঞ্চায়েত দফতরে কেন্দ্রের থেকে একটি নির্দেশ পাঠানো হয়েছে।

১০০ দিনের কাজের জন্য ১২৪টি ব্লক বেছে দেওয়া হয়েছে

ব্লকগুলি নামও তালিকাভুক্ত করে দিয়েছে কেন্দ্র

এই মুহুর্তে রাজ্যে ৩৪১টি ব্লকে ১০০দিনের কাজ হয়

এবার কি বাকি ২১৭টি ব্লকের মানুষ ১০০দিনের কাজ থেকে বঞ্চিত হবেন?

 

.