অনেকটাই সুস্থ আছেন মহানায়িকা, ১০ দিনে হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন

চিকিত্সায় সাড়া দিচ্ছেন সুচিত্রা সেন। এভাবে উন্নতি হতে থাকলে দিন দশেক পর তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া সম্ভব হতে পারে। জানাল হাসপাতাল কর্তৃপক্ষ। গতকাল থেকেই মহানায়িকার শারীরিক অবস্থার উন্নতি হতে থাকে। আজ তিনি রাইস টিউব ছাড়াই স্বাভাবিক খাবার খেয়েছেন। মেডিক্যাল বুলেটিনে বলা হয়েছে, সুচিত্রা সেনের অবস্থা স্থিতিশীল। তাঁর শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গপ্রত্যঙ্গ ঠিকমতো কাজ করছে।

Updated By: Dec 31, 2013, 07:32 PM IST

চিকিত্সায় সাড়া দিচ্ছেন সুচিত্রা সেন। এভাবে উন্নতি হতে থাকলে দিন দশেক পর তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া সম্ভব হতে পারে। জানাল হাসপাতাল কর্তৃপক্ষ। গতকাল থেকেই মহানায়িকার শারীরিক অবস্থার উন্নতি হতে থাকে। আজ তিনি রাইস টিউব ছাড়াই স্বাভাবিক খাবার খেয়েছেন। মেডিক্যাল বুলেটিনে বলা হয়েছে, সুচিত্রা সেনের অবস্থা স্থিতিশীল। তাঁর শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গপ্রত্যঙ্গ ঠিকমতো কাজ করছে।

রবিবার সন্ধের পর হঠাতই সুচিত্রা সেনের শারীরিক অবস্থার অবনতি হয়। স্পেশাল কেবিন থেকে আইটিইউতে স্থানান্তরিত করা হয় তাঁকে। হার্ট ও কিডনির অবস্থা ভাল না থাকায়, ডাক্তাররা তাঁকে কড়া ডোজের অ্যান্টিবায়োটিক দিতে পারছিলেন না। কিন্তু সোমবার সুচিত্রা সেনের শারীরিক অবস্থার সামান্য হলেও উন্নতি হয়েছে। সঙ্কট না কাটলেও, তাঁর অবস্থা আপাতত স্থিতিশীল। মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে, মহানায়িকার অস্থির হৃদস্পন্দন এবং শ্বাসকষ্ট নিয়ন্ত্রণে আনা গেছে।

.