পাশফেল ইস্যুতে মিছিলে এসইউসিআই

স্কুলস্তরে অষ্টমশ্রেনী পর্যন্ত পাশফেল তুলে দেওয়ার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে বৃহস্পতিবার দেশপ্রিয় পার্ক পর্যন্ত এক পদযাত্রায় সামিল হন এসইউসিআই নেতৃত্ব এবং কর্মীরা। কলেজ স্কোয়ারে বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান করে দুপুর একটা নাগাদ শুরু হয় মিছিল।

Updated By: Dec 1, 2011, 11:29 PM IST

স্কুলস্তরে অষ্টমশ্রেনী পর্যন্ত পাশফেল তুলে দেওয়ার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে বৃহস্পতিবার দেশপ্রিয় পার্ক পর্যন্ত এক পদযাত্রায় সামিল হন এসইউসিআই নেতৃত্ব এবং কর্মীরা। কলেজ স্কোয়ারে বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান করে দুপুর একটা নাগাদ শুরু হয় মিছিল। মিছিলে পা মেলান এসইউসিআই নেতা প্রভাস ঘোষ, রাজ্য কমিটির সম্পাদক সোমেন বসু সহ আরও অনেকে। এসইউসিআই নেতৃত্বের অভিযোগ কেন্দ্রীয় সরকারের সর্বশিক্ষা অধিকার আইনের দোহাই দিয়ে রাজ্য সরকার পাশফেল তুলে দেওয়ার য়ে সিদ্ধান্ত নিতে চলেছে তাতে আগামীদিনে মুশকিলে পড়বেন পড়ুয়ারা। বিষয়টি বিবেচনা করা না হলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের কথাও জানিয়েছে এসইউসিআই।

.