ধর্মতলায় বিক্ষোভরত এসইউসিআই কর্মীদের উপর পুলিসের নির্মম লাঠিচার্জ

ধর্মতলায় বিক্ষোভরত এসইউসিআই কর্মী-সমর্থকদের উপর লাঠিচার্জ করল পুলিস।  রাজ্য আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ একাধিক ইস্যুতে আজ আইন অমান্য কর্মসূচির ডাক দেয় এসইউসিআই। এর সঙ্গেই কেন্দ্র সরকারের বিভিন্ন নীতির বিরোধিতায় ছিল আজকের কর্মসূচির অন্যতম এজেন্ডা।

Updated By: Feb 5, 2015, 04:53 PM IST
ধর্মতলায় বিক্ষোভরত এসইউসিআই কর্মীদের উপর পুলিসের নির্মম লাঠিচার্জ

কলকাতা: ধর্মতলায় বিক্ষোভরত এসইউসিআই কর্মী-সমর্থকদের উপর লাঠিচার্জ করল পুলিস।  রাজ্য আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ একাধিক ইস্যুতে আজ আইন অমান্য কর্মসূচির ডাক দেয় এসইউসিআই। এর সঙ্গেই কেন্দ্র সরকারের বিভিন্ন নীতির বিরোধিতায় ছিল আজকের কর্মসূচির অন্যতম এজেন্ডা।
 
আজ দুপুরে কলেজ স্ট্রিট থেকে শুরু হয়ে এসইউসিআইয়ের মিছিল পৌছয় ধর্মতলায়। সেই সময় আইন অমান্য কর্মসূচি ঘিরে পুলিসের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় এসইউসিআই সমর্থকদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে পুলিস। এর জেরে আহত হন বেশ কয়েকজন বিক্ষোভকারী। ধস্তাধস্তিতে আহত হয়েছেন কয়েকজন পুলিসকর্মীও।

.