পুলিস হেফাজতেই মৃত্যু, মেনে নিলেন সরকারি আইনজীবী
পুলিস হেফাজতেই যে সুদীপ্ত গুপ্তের মৃত্যু হয়েছে আদালতে দাঁড়িয়ে একথা স্বীকার করে নিলেন সরকারি আইনজীবী। তবে একে খুন বলে মানতে নারাজ রাজ্য। সরকারি আইনজীবীর দাবি এটি নিছকই দুর্ঘটনা।
পুলিস হেফাজতেই যে সুদীপ্ত গুপ্তের মৃত্যু হয়েছে আদালতে দাঁড়িয়ে একথা স্বীকার করে নিলেন সরকারি আইনজীবী। তবে একে খুন বলে মানতে নারাজ রাজ্য। সরকারি আইনজীবীর দাবি এটি নিছকই দুর্ঘটনা।
সুদীপ্ত গুপ্তের মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় তাঁর পরিবার। এ বিষয়ে ১৪ জুনের মধ্যে রাজ্য সরকারকে হলফনামা পেশের নির্দেশ দিয়েছে আদালত। জমা দিতে হবে এ পর্যন্ত হওয়া ঘটনার তদন্ত রিপোর্ট। পাশাপাশি সুদীপ্ত গুপ্তের মৃত্যুর তদন্ত সংক্রান্ত সমস্ত নথিও জমা দিতে নির্দেশ দিয়েছে আদালত। আগামী ১৯ জুন মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে।