#উৎসব: কোভিড আবহে উৎসব নিয়ে চিন্তিত Sukanta, দিলেন সচেতন থাকার পরামর্শ

পুজোর শুরুতেই কোভিডের সংক্রমণ প্রায় দৈনিক ৮০০-র কাছাকাছি। এখন থেকেই মণ্ডপে ভিড় চোখে পড়ার মত।

Updated By: Oct 9, 2021, 11:16 AM IST
#উৎসব: কোভিড আবহে উৎসব নিয়ে চিন্তিত Sukanta, দিলেন সচেতন থাকার পরামর্শ

নিজস্ব প্রতিবেদন: শনিবার সকালে উত্তরবঙ্গ থেকে কলকাতা ফিরলেন BJP-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। কলকাতায় ফিরেই নির্বাচন এবং কোভিড সংক্রান্ত বিষয়ে উদ্বেগ প্রকাশ করলেন তিনি। 

শনিবার সকালে কলকাতা ফেরার সময় শিয়ালদহ স্টেশনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে, পুজোর মুখে কোভিড সংক্রমণ বাড়ায় উদ্বেগ প্রকাশ করলেন বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। কোভিডের বিষয়ে সকলকে সচেতন থাকার অনুরোধ জানান তিনি। পাশাপাশি রাজ্য সরকার যাতে উপযুক্ত ব্যবস্থা নেন তারও আর্জি জানান। পুজোর মধ্যেই উপনির্বাচনের প্রচার পড়ায় বেশ খানিকটা সমস্যা হচ্ছে বলে তিনি জানিয়েছেন। তবে নির্বাচন কমিশনের বিধি মেনেই তারা প্রচার করছেন বলে শনিবার ভোরে শিয়ালদহ ষ্টেশনে জানালেন রাজ্য BJP-র সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)।

আরও পড়ুন: Lakhimpur Kheri: পুলিসের কাছে হাজিরা দিলেন Ashish Mishra

পুজোর শুরুতেই কোভিডের সংক্রমণ প্রায় দৈনিক ৮০০-র কাছাকাছি। এখন থেকেই মণ্ডপে ভিড় চোখে পড়ার মত। এই অবস্থায় দর্শকদের উৎসাহে রাশ টানতে গাইডলাইন প্রকাশ করা হয়েছে রাজ্য সরকারের তরফে। ভিড় এড়িয়ে চলতে, দোকান, বাজার, রেস্তোরায় শারীরিক দূরত্ব বজায় রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। অঞ্জলি দেওয়ার সময়ে দূরত্ববিধি মানার প্রয়োজনে দাগ কেটে দেওয়া সহ একগুচ্ছ পরামর্শ দেওয়া হয়েছে সরকারের তরফে।   

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.