কামদুনি মামলা বারাসাত কোর্টে ফেরানোর আবেদন খারিজ করল সুপ্রিমকোর্ট
কামদুনি মামলা বারাসত আদালতে ফেরানোর আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টে জানিয়ে দিয়েছে, ব্যাঙ্কশাল আদালত থেকে মামলা সরানোর আবেদনের কারণ হিসেবে আবেদনকারীদের তরফে যে আশঙ্কাগুলির কথা বলা হয়েছে সেগুলি অমূলক।
কামদুনি মামলা বারাসত আদালতে ফেরানোর আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টে জানিয়ে দিয়েছে, ব্যাঙ্কশাল আদালত থেকে মামলা সরানোর আবেদনের কারণ হিসেবে আবেদনকারীদের তরফে যে আশঙ্কাগুলির কথা বলা হয়েছে সেগুলি অমূলক।
বারাসত আদালতেই প্রথমে কামদুনি মামলার শুনানি শুরু হয়েছিল। পরে অভিযুক্তদের নিরাপত্তার প্রশ্নে মামলা ব্যাঙ্কশাল কোর্টে সরানোর অনুমতি দেয় কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়েই সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন দাখিল করা হয় অভিযোগকারীদের তরফে।