Justice Abhijit Ganguly: রাতেই হল শুনানি! সুপ্রিম কোর্টে ফের ধাক্কা খেলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়
রিপোর্ট দেখানো যাবে না! বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের নির্দেশে স্থগিতাদেশ জারি করল শীর্ষ আদালত।
অর্ণবাংশু নিয়োগী: 'রিপোর্টে পাঠানো অনুবাদ কপি সহ কোন রিপোর্ট আদালতে জমা পড়েছে সেটা দেখতে চাই'। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারকে যে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, সেই নির্দেশের উপর এবার স্থগিতাদেশ করল শীর্ষ আদালত।
নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই দফতরে হাজিরার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আবার চাকরি থেকে বরখাস্ত করেছেন তৎকালীন মন্ত্রী পরেশ অধিকারীর মেয়েকে! এমনকী, মানিক ভট্টাচার্য সম্পর্কে রীতিমতো কড়া মন্তব্য করেন তিনি।
সেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধেই এবার রায় দিল সুপ্রিম কোর্ট। নিয়োগ দুর্নীতি মামলা থেকে সরিয়ে দেওয়া হল তাঁকে। কেন? বিচারাধীন বিষয়ে মুখ খুলেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।
আরও পড়ুন: Justice Abhijit Ganguly: 'তিনি বল বাড়িয়ে দিচ্ছিলেন, আর বিরোধীরা খেলছিল'
এদিকে সুপ্রিম কোর্টের সেক্রেটারি জেনারেলকে পালটা নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। তিনি বলেছিলেন, 'আমি রাত ১২টা ১৫ পর্যন্ত চেম্বারে অপেক্ষা করব। রিপোর্টে পাঠানো অনুবাদ কপি সহ কোন রিপোর্ট আদালতে জমা পড়েছে সেটা দেখতে চাই। আমার কাজ শেষ হয়নি। রিপোর্টটা দেখি'। বস্তুত, সন্ধ্যের পরেও কলকাতা হাইকোর্টের নিজের চেম্বারেই ছিলেন তিনি।
ঘড়িতে তখন ৮টা। রাতে শুনানি হল সুপ্রিম কোর্টে। বিচারপতি গঙ্গোপাধ্যায় যে সময়সীমা বেঁধে দিয়েছিলেন, তার আগেই তাঁর সুয়োমোটো নির্দেশের উপর স্থগিতাদেশ জারি করল শীর্ষ আদালত।