বনধের আগে মোদী এবং মমতাকে আক্রমণ করলেন সূর্যকান্ত মিশ্র

মোদীর ক্যাশলেস ইকনমির স্বপ্নকে কটাক্ষ করলেন সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। তাঁর দাবি, সাতের দশকে মার্কিন যুক্তরাষ্ট্রে এই চেষ্টা ব্যর্থ হয়েছে। ভারতের মতো বিশাল অর্থনীতিতে তা সম্ভবই নয়। নোট ইস্যুতে তৃণমূল নেত্রীর সদিচ্ছা কী আগামিকালের বনধ নিয়ে তাঁর অবস্থানেই তা স্পষ্ট। কটাক্ষ সূর্যকান্ত মিশ্রর।

Updated By: Nov 27, 2016, 09:22 PM IST
 বনধের আগে মোদী এবং মমতাকে আক্রমণ করলেন সূর্যকান্ত মিশ্র

ওয়েব ডেস্ক: মোদীর ক্যাশলেস ইকনমির স্বপ্নকে কটাক্ষ করলেন সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। তাঁর দাবি, সাতের দশকে মার্কিন যুক্তরাষ্ট্রে এই চেষ্টা ব্যর্থ হয়েছে। ভারতের মতো বিশাল অর্থনীতিতে তা সম্ভবই নয়। নোট ইস্যুতে তৃণমূল নেত্রীর সদিচ্ছা কী আগামিকালের বনধ নিয়ে তাঁর অবস্থানেই তা স্পষ্ট। কটাক্ষ সূর্যকান্ত মিশ্রর।

আরও পড়ুন অশ্বিন-জাদেজার ব্যাটিংয়েই উঠে দাঁড়ালো ভারত

নোট বাতিলের জেরে ধসে পড়বে অর্থনীতি। মার্চের আগে কোনওভাবেই স্বাভাবিক হবে না পরিস্থিতি। বললেন সূর্যকান্ত মিশ্র। মানুষের স্বার্থেই এই বনধ জরুরি। যাঁরা ধর্মঘটে কর্মদিবস নষ্টের কথা বলছেন, তারা বাস্তব থেকে বহু দূরে রয়েছেন। ATM-এর লাইনে দাড়িয়েই মানুষের দিন নষ্ট হচ্ছে। অভিযোগ সূর্যকান্ত মিশ্রর।

আরও পড়ুন  বামেদের ধর্মঘট, পাশে নেই কংগ্রেস, তৃণমূল, ফাটল JDU-এর নিজের ঘরেও

.