এসএসসির বিভ্রাট শিক্ষার অধিকারে ব্যঘাত, অভিযোগ সূর্য মিশ্রের

শিক্ষক নিয়োগই যদি না হয়, ছাত্রছাত্রীরা শিক্ষার অধিকার পাবেন কী করে? এসএসসি প্রার্থীদের গণ কনভেনশনে এই প্রশ্নই তুললেন বিধানসভার বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। তবে যা নিয়ে গণ কনভেনশন, সেই স্বেচ্ছামৃত্যুর দাবিকে সমর্থন করেননি বিরোধী দলনেতা। বরং এসএসসি প্রার্থীদের সর্বাত্মক আন্দোলনে যাওয়ার পরামর্শ দিয়েছেন।

Updated By: Mar 21, 2014, 09:23 PM IST

শিক্ষক নিয়োগই যদি না হয়, ছাত্রছাত্রীরা শিক্ষার অধিকার পাবেন কী করে? এসএসসি প্রার্থীদের গণ কনভেনশনে এই প্রশ্নই তুললেন বিধানসভার বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। তবে যা নিয়ে গণ কনভেনশন, সেই স্বেচ্ছামৃত্যুর দাবিকে সমর্থন করেননি বিরোধী দলনেতা। বরং এসএসসি প্রার্থীদের সর্বাত্মক আন্দোলনে যাওয়ার পরামর্শ দিয়েছেন।

কথা দিয়ে কথা রাখেনি সরকার। তাই স্বেচ্ছামৃত্যুর দাবিতে কনভেনশন এসএসসি প্যানেলভুক্ত তিনশো তরুণতরুণীর। রাজা রামমোহন হলে সেই কনভেনশনে যোগ দেন বিরোধী দলনেতাও। স্বেচ্ছামৃত্যুর দাবি সমর্থন করেননি তিনি। তবে শিক্ষাক্ষেত্রে নিয়োগ নিয়ে রাজ্য সরকারের ভূমিকায় প্রশ্ন তুলেছেন সূর্যকান্ত মিশ্র।

নিয়োগের দাবিতে পর্ষদ অফিসের সামনে রিলে অনশনে বসেছিলেন এসএসসি প্যানেলভুক্তরা। বাইশদিন পর কাউন্সেলিংয়ের আশ্বাস দেয় রাজ্য সরকার। তারপর রাজ্যপালের অনুরোধে অনশন তোলেন তাঁরা। এরপরেও চাকরি জোটেনি।

দাবি আদায়ে এসএসসি প্রার্থীদের সর্বাত্মক আন্দোলনে যাওয়ার পরামর্শ দিয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা। দিয়েছেন পাশে থাকার আশ্বাস।

.