রাজ্যে নরসংহার চলছে: Suvendu; দেখতেই পেলাম না! বিস্মিত Mamata

বিরোধী দলনেতা মনোনীত হওয়ার পরই শাসক দলকে নিশানা শুভেন্দুর (Suvendu Adhikari)। পাল্টা মমতার (Mamata Banerjee)। 

Updated By: May 10, 2021, 05:14 PM IST
রাজ্যে নরসংহার চলছে: Suvendu; দেখতেই পেলাম না! বিস্মিত Mamata

নিজস্ব প্রতিবেদন: বাংলায় নরসংহার চলছে। সর্বসম্মতিতে বিরোধী দলনেতা ঘোষিত হওয়ার পর রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বিজেপির অভিযোগ নস্য়াৎ করে নবান্নে সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বিস্ময়প্রকাশ করেন,''কোথায় গণহত্যা হল দেখতেই পেলাম না!''    

বিরোধী দলনেতা নিয়ে জট কাটল। ২২ জন বিজেপি বিধায়কের সমর্থনে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নামে পড়ল শিলমোহর। তার অব্যবহিত পরে সাংবাদিক বৈঠকে শুভেন্দু (Suvendu Adhikari) বলেন,''রাজ্যে নরসংহার চলছে। তপশিলি, আদিবাসী ও পিছিয়ে পড়াদের সর্বস্ব লুঠ হচ্ছে। সকলকে নিয়ে শিষ্ঠাচার এবং সংসদীয় মেনে বিধানসভায় মধ্যে ও বাইরে লড়াই করব। বহুদলীয় গণতন্ত্রের স্বার্থে শান্তি দরকার। গণতন্ত্র প্রতিষ্ঠাই লক্ষ্য। ''  

বিজেপির ভোট পরবর্তী হিংসার অভিযোগ খণ্ডন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন,''হার মেনে নিতে না পেরে ভুয়ো ভিডিয়ো ছড়াচ্ছে। কোথায় গণহত্যা হল দেখতেই পেলাম না! গণহত্যা তো শীতলকুচিতে হয়েছিল। আর তো হয়নি। বিজেপির আইটি সেল ও ২০টি দেশে আরএসএস রয়েছে, তারা প্রচার করছে। বাংলায় কিছু হয়নি। শান্ত আছে বাংলা। একটা সরকার শপথ নেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় দল পাঠিয়ে দিল। ন্যূনতম সৌজন্য নেই। এলাকায় এলাকায় কেন মিটিং করবে? এখানে-ওখানে বিজেপির বাড়িতে ঘুরে বেড়াচ্ছে। তৃণমূলের কারও বাড়িতে গিয়েছে? অন্য পাটির বাড়িতে গিয়েছে? ত্রিপুরায় জেতার পর লেনিন, মার্ক্সের মূর্তি ভেঙেছে। আমরা তো রিসিফ দিয়েছি। শীতলকুচির প্রতিটি পরিবারকে চাকরি করে দিতে বলেছি।''    

বিধানসভা বয়কটের ঘোষণা করেছিলেন দিলীপ ঘোষ। তবে সেই অবস্থান থেকে সরে আসার ইঙ্গিত দিলেন শুভেন্দু। বিরোধী দলনেতা হিসেবে মনোনীত হওয়ার পর শুভেন্দু টুইট করেন,''বিধানসভায় বিরোধী দলনেতা হিসাবে দল কর্তৃক মনোনীত হয়ে আমি আপ্লুত। আমার প্রতি বিশ্বাস রাখার জন্য ভারতীয় জনতা পার্টির নেতৃত্বকে অসংখ্য ধন্যবাদ। বাংলার জনগণের অধিকার ও স্বার্থ রক্ষার্থে আমি দায়বদ্ধ।'' (বানান ও বাক্যগঠন অসম্পাদিত)

পরে সাংবাদিক বৈঠকে শিশিরপুত্র বলেন,''অধিবেশনে যোগ দিয়ে গঠনমূলক আলোচনায় অংশ নেব। শনিবার রাজ্য সভাপতি যা নির্দেশ দিয়েছিলেন, পালন করেছি। সন্ত্রাসের সময় মিষ্টি মিষ্টি কথা বলার মতো মানসিক পরিস্থিতি কোনও বিজেপি বিধায়কের ছিল না।''

আরও পড়ুন- টিকার অনেক দাম, জনগণ ও কর্পোরেট হাউসগুলি টাকা-পয়সা দিয়ে ফান্ডে হেল্প করুন: Mamata

.