Jagdeep Dhankhar: রাজ্যপালকে অভিনন্দন; সঠিক লোককে সঠিক জায়গায় দিয়েছে: শুভেন্দু

উপ-রাষ্ট্রপতি নির্বাচনে চমক! এনডিএ-র প্রার্থী পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়। 

Updated By: Jul 16, 2022, 11:20 PM IST
Jagdeep Dhankhar: রাজ্যপালকে অভিনন্দন; সঠিক লোককে সঠিক জায়গায় দিয়েছে: শুভেন্দু

কমলাক্ষ ভট্টাচার্য: 'সঠিক লোককে সঠিক জায়গায় দিয়েছে'। এনডিএ-র উপ-রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে জগদীপ ধনখড়ের নাম ঘোষণা হওয়ার পর বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। টুইটে রাজ্যপালকে শুভেচ্ছাও জানিয়েছেন তিনি।

২০১৯ সালের জুলাই মাসে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হন জগদীপ ধনখড়। স্রেফ রাজ্য সরকারের সমালোচনা করাই নয়, নবান্নের সঙ্গে তিনি সংঘাতেও জড়িয়েছেন একাধিকবার। এমনকী, বাদ যায়নি বিতর্কও! এনডিএ-র উপ-রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে জগদীপ ধনখড়ের নাম ঘোষণা করলেন  বিজেপির (BJP) সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda)।

আরও পড়ুন: Sahid Diwas: ফের বাড়ছে করোনা! ২১ জুলাইয়ের সভা ভার্চুয়াল হোক, হাইকোর্টে জনস্বার্থ মামলা

এদিন শুভেন্দু অধিকারী বলেন, 'সঠিক লোককে সঠিক জায়গায় দিয়েছে এনডিএ। সংবিধান ও সংসদীয় রাজনীতিতে বিরাট অভিজ্ঞতা। এইরকম প্রাজ্ঞ লোককে তাঁর উপযুক্ত মর্যাদা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। আমরা সকলেই খুশি'।  

 

 

 

 

এর আগে, মঙ্গলবার 'কালী' বিতর্কে  রাজভবনের দ্বারস্থ হন শুভেন্দু অধিকারী। সঙ্গে মা কালীর ছবি ও প্রায় শ'দুয়েক সাধু। স্রেফ তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের মন্তব্যের প্রতিবাদ নয়, গোটা ঘটনায় রাজ্যপালের হস্তক্ষেপও দাবি করেন রাজ্যের বিরোধী দলনেতা।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.