Hooghly: পরকীয়ায় মত্ত স্ত্রী! জানতে পারায় চরম পরিণতি স্বামীর?
Extramarital Affair: মাদক মামলায় জেলবন্দি ছিল রমেশ। মাস দেড়েক আগে ছাড়া পায় তিনি। স্ত্রীর অন্য যুবকের সঙ্গে সম্পর্ক নিয়ে অশান্তি হত। গতকালও অশান্তি হয়। আজ সকালে বাড়ি থেকে কিছুটা দূরে একটা ফাঁকা প্লটে মৃতদেহ পরে ছিল।
বিধান সরকার: বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে যুবক খুন! মৃতের নাম রমেশ মুদালিয়া(৩৮)। হুগলির দেবানন্দপুর দক্ষিন নলডাঙা সৃজন পল্লীর ঘটনা। আজ সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে এক মহিলা দেখতে পান ফাঁকা জায়গায় রক্তাক্ত মৃতদেহ পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিসে। চুঁচুড়া থানার পুলিস ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।
জানা গিয়েছে, যুবকের স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে তার জেরেই এই খুন, অভিযোগ পরিবারের। উত্তেজিত জনতা বাড়িতে ভাঙচুর চালায়। পুলিস যুবকের স্ত্রীকে থানায় নিয়ে যায় জিজ্ঞাসাবাদের জন্য। আরও জানা গিয়েছে, মাদক মামলায় জেলবন্দি ছিল রমেশ। মাস দেড়েক আগে ছাড়া পায় তিনি। স্ত্রীর অন্য যুবকের সঙ্গে সম্পর্ক নিয়ে অশান্তি হত। গতকালও অশান্তি হয়। আজ সকালে বাড়ি থেকে কিছুটা দূরে একটা ফাঁকা প্লটে মৃতদেহ পরে ছিল।
পুলিস জানিয়েছে, মৃতের শরীরে একাধিক ধারালো অস্ত্রের কোপের চিহ্ন রয়েছে। মৃতের ভাই উমেশ মুদালিয়া জানান, দাদার দশ বছর আগে বিয়ে হয়েছিল। বৌদির বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। যা নিয়ে অশান্তি হত। লোক দিয়ে দাদাকে খুন করিয়েছে। মৃতের সৎ মা নাগরানী মুদালিয়া বলেন, বৌমার অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক ছিল। ওই রমেশকে খুন করিয়েছে। স্থানীয় বাসিন্দা গৌর সামন্ত বলেন,সকালে মৃতদেহ পরে থাকতে দেখা যায়। পুলিস তদন্ত শুরু করেছে। দোষীর বিরুদ্ধে ব্যবস্থা নিক।
আরও পড়ুন:Narendrapur: দেড় লক্ষ টাকা লুঠ, নাবালককে বেধড়ক মার! ফের দাদাগিরি তৃণমূল কাউন্সিলরের...
প্রসঙ্গত, কিছুদিন আগেই রুলিয়ার আদ্রা থানার গগনাবাইদ গ্রামের বাউরি পাড়ায় স্ত্রীর ওপর নৃশংস হামলায় উত্তাল এলাকা। মঙ্গলবার নিজের বাড়িতে স্বামী মানস বাউরি কুড়ুল দিয়ে স্ত্রী অষ্টমী বাউরিকে কুপিয়ে হত্যা করে বলে অভিযোগ। ঘটনার পর অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে পুলিস।
পুলিস সূত্রে জানা যায়, প্রায় ১২ বছর আগে সাবিরডাঙ্গা গ্রামে অষ্টমী ও মানসের বিয়ে হয়। তাদের তিনটি সন্তান রয়েছে। বিগত কয়েকদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া চলছিল। মঙ্গলবার সেই বিবাদ চরমে পৌঁছালে, মানস, স্ত্রীকে কুড়ুল দিয়ে কুপিয়ে হত্যা করে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)