Suvendu Adhikari: দিল্লিতে শাহের সঙ্গে বৈঠক; 'পশ্চিমবঙ্গের মানুষ পরিত্রাণ পাবেন', বললেন শুভেন্দু
সূত্রের খবর, এ রাজ্যে লোকসভা ভোটের জন্য ৮ মাসের রোডম্যাপ শাহের কাছে জমা দিয়েছেন বিরোধী দলনেতা। সেই রোডম্যাপ নিয়েই বৈঠকে আলোচনা হয়েছে।
অয়ন ঘোষাল: দিল্লিতে অমিত শাহের সঙ্গে চূড়ান্ত বৈঠক। 'পশ্চিমবঙ্গের মানুষ পরিত্রাণ পাবেন', কলকাতায় ফিরে বললেন শুভেন্দু অধিকারী। পঞ্চায়েত ভোট নিয়ে ফের নিশানা করলেন রাজ্য নির্বাচন কমিশনারকে।
আরও পড়ুন: Recruitment Scam: সাঁড়াশি চাপে মানিক; পোস্টিং দুর্নীতিকাণ্ডে ফের জেরা, প্রেসিডেন্সি জেলে সিবিআই
ব্যবধান মাত্র একদিনের। ফের দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন শুভেন্দু। কবে? মঙ্গলবার রাতে। সূত্রের খবর, এ রাজ্যে লোকসভা ভোটের জন্য ৮ মাসের রোডম্যাপ শাহের কাছে জমা দিয়েছেন বিরোধী দলনেতা। সেই রোডম্যাপ নিয়েই বৈঠকে আলোচনা হয়েছে।
এদিন কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, 'আপনাদের বলার জন্য নয়। বৈঠকের ছবিও পাননি, পাবেনও না। বৈঠকে যা হয়েছে, পশ্চিমবঙ্গের ভালোর জন্যই হয়েছে। পশ্চিমবঙ্গকে পরিত্রাণ দেওয়ার জন্যই আমরা সবাই মিলে চেষ্টা করছি। পশ্চিমবঙ্গের মানুষ পরিত্রাণ পাবে'।
এদিকে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতেই পঞ্চায়েত ভোট হয়েছে। তাহলে কেন এত হিংসা, মৃত্যু? ফের কলকাতা হাইকোর্টে মামলা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা। স্রেফ বাহিনীর ব্যবহার নিয়ে অবস্থান স্পষ্ট করাই নয়, এদিন আদালতে হলফনামা দিয়ে মামলাকারীর সমস্ত অভিযোগ অস্বীকার করেছে রাজ্য নির্বাচন কমিশন।
শুভেন্দু বলেন, 'নির্বাচন কমিশন মানে রাজ্য নির্বাচন কমিশন, মানে রাজীবা সিনহা। ও তো মমতা বন্দ্যোপাধ্যায় পোষ্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের পোষ্য, মমতা বন্দ্যোপাধ্যায় লেখা দেওয়া হলফনামা দাখিল করবে। বিরোধী দলনেতার বাস্তবের উপর দাঁড়িয়ে সত্য অভিযোগ খণ্ডন করবে। এটা তো ঘটনা'। তাঁর দাবি, 'বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম বাস্তব পরিস্থিতি পরিস্থিতির উপরে, সাক্ষ্যের ভিত্তিতে রিপোর্ট দিয়েছে। রিপোর্টের যথার্থতা আছে। বাড়িতে বসে বানানো রিপোর্ট নয়'।
আরও পড়ুন: Diamond Harbour Road: শহরে রাতারাতি কেটে ফেলা হল শতাধিক গাছ, কারণ বুঝতে পারছেন না স্থানীয়রা
পঞ্চায়েত ভোটে হিংসার অভিযোগে দিল্লি থেকে বাংলায় প্রতিনিধি দল বা ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠিয়েছিল বিজেপি। রাজ্য়ে হিংসাকবলিত এলাকা ঘুরে দেখার পর, দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে রিপোর্ট দিয়েছেন প্রতিনিধি দলের সদস্যরা। রিপোর্টে দাবি, 'পশ্চিমবঙ্গের গ্রামাঞ্চল এখন সন্ত্রাসকবলিত। এবং প্রাথমিকভাবে তৃণমূল কংগ্রেসের স্থানীয় গুন্ডারা এই কাজ করছে'। সঙ্গে সুপারিশ, 'যে সব মামলা মাননীয় কলকাতা হাই কোর্টের তত্ত্বাবধানে সিবিআই তদন্ত করা উচিত। এছাড়াও, সমস্ত বোমা বিস্ফোরণ মামলায় এনআইএ তদন্ত হওয়া উচিত’।