Madhyamik 2022: করোনা আবহে বন্ধ স্কুল, সিলেবাস কমল আগামী বছরের

সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিভিন্ন শিক্ষক সংগঠন।

Reported By: শ্রেয়সী গঙ্গোপাধ্যায় | Updated By: Aug 24, 2021, 06:23 PM IST
Madhyamik 2022: করোনা আবহে বন্ধ স্কুল,  সিলেবাস কমল আগামী বছরের

নিজস্ব প্রতিবেদন: করোনা আবহে স্কুল-কলেজ বন্ধ এখনও। এবছর হলে বসে পরীক্ষাও দিতে পারেনি পড়ুয়ারা। আগামী বছর মাধ্যমিকে সিলেবাস কমিয়ে দিল মধ্যশিক্ষা পর্ষদ। প্রথম ভাষা-সহ সমস্ত বিষয়ে সিলেবাস কমল ৩০ থেকে ৩৫ শতাংশ। নয়া সিলেবাসে কোন কোনও বিষয়ে কোন অধ্যায় থাকছে? জানিয়ে দেওয়া হল পর্ষদের ওয়েবসাইটে।

এবছর মাধ্য়মিক নিয়ে টালবাহানা কিছু কম হয়নি। প্রথমে পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু জনমতের চাপের শেষপর্যন্ত সিদ্ধান্ত বদল করেন তিনি। করোনা আবহে মাধ্যমিক কি হওয়া উচিত? সাধারণ মানুষের কাছেই তা জানতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। ই-মেলে সিংহভাগ মানুষই পরীক্ষা না নেওয়ার পক্ষেই মত দেন। বাতিল হয়ে যায় মাধ্যমিক। মূল্যায়ণ পদ্ধতিতে ফলাফল প্রকাশ করে মধ্যশিক্ষা পর্ষদ।

আরও পড়ুন: দেখা করেননি শিক্ষামন্ত্রী, বিকাশভবনের সামনে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা ৫ শিক্ষিকার

করোনা আবহে পঠনপাঠন স্বাভাবিক হয়নি এখনও। স্কুল কলেজ কবে খুলবে? গতকাল নবান্নের মুখ্যমন্ত্রী বলেছেন, 'কাল কী হবে বলতে পারছি না। যদি আজকের কথা বলেন, রাজ্যে করোনা নিয়ন্ত্রণে। আমরা চাই পড়ুয়ারা স্কুলে যাক। কিন্তু আগাম পরিকল্পনা করতে হবে। পুজো এসে গিয়েছে। কাজেই পুজোর ছুটি- ভাইফোঁটা, দেওয়ালির পর পরিস্থিতি ঠিক থাকলে স্কুল খুলব'। এই পরিস্থিতিতে পড়ুয়াদের অসুবিধার কথা মাথা রেখে আগামী বছর মাধ্যমিকের সিলেবাস ৩০ থেকে ৩৫ শতাংশ কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল মধ্যশিক্ষা পর্ষদ। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিভিন্ন শিক্ষক সংগঠনও।

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.