আজ ফের বেঠক, এর পরই চূড়ান্ত হবে টালা ব্রিজের বিকল্প রুট

আজ ফের নবান্নে বৈঠক করবেন সংশ্লিষ্ট সমস্ত দফতর। এরপরই চূড়ান্ত করা হবে বিকল্প রুট।

Updated By: Sep 28, 2019, 11:13 AM IST
আজ ফের বেঠক, এর পরই চূড়ান্ত হবে টালা ব্রিজের বিকল্প রুট

নিজস্ব প্রতিবেদন: ধুঁকছে টালা ব্রিজের স্বাস্থ্য। আগামিকাল অর্থাৎ রবিবার থেকেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ হচ্ছে টালা ব্রিজের বাস চলাচল। ভারী কোনও গাড়ি চলাচল করবে না এই রাস্তা দিয়ে। সেতুর ওপর তিন টনের বেশি ওজনের গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ইতিমধ্যেই। তবে ছাড় পাবে কেবল ছোট গাড়ি। যদিও এ ক্ষেত্রেও বেঁধে দেওয়া হচ্ছে গাড়ির গতিবেগ। ঘণ্টায় ১০ কিমি বেগে গাড়ি চলাচল করবে এই সেতুর ওপর দিয়ে। 

পুজোর আগে গুরুত্বপূর্ণ এই রাস্তার সমস্যায় চিন্তার ভাজ প্রশাসনের কপালে। যাত্রী ভোগান্তির আশঙ্কাও রয়েছে। শুধু যাত্রীবাহী গাড়িই নয়, ২৪ পরগনার সমস্ত পণ্যবাহী গাড়ি এই পথেই শহরে ঢোকে। অন্যদিকে পুজোর ভিড় সামলাতেও হিমসিম খেতে হবে বলেই মনে করছেন একাংশ। তবে জট কাটাতে তৎপর প্রশাসন। দফায় দফায় বৈঠকে চলছে বিকল্প রুটের চিন্তাভাবনা।

আরও পড়ুন: সুজিতকে বলেছি, এবার হবে না, চন্দ্রিমার পুজো উদ্বোধন করে বললেন মমতা

এখনও বিকল্প রুটের কথা জানানো হয়নি। আজ ফের নবান্নে বৈঠক করবেন সংশ্লিষ্ট সমস্ত দফতর। এরপরই চূড়ান্ত করা হবে বিকল্প রুট। সূত্রের খবর, বন্ধ করে দেওয়া হচ্ছে বেশ কয়েকটি বাস। অন্যান্য বাসগুলি ঘুর পথে চালানো হবে। পাশাপাশি ব্রিজের ভার কমানোর কাজও শুরু হয়েছে ইতিমধ্যেই। 

Tags:
.