চলচ্চিত্র উত্সবে প্রতিযোগিতা বিভাগে প্রথম নির্বাচিত হল এই ছবিটি
আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে এই প্রথম প্রতিযোগিতা বিভাগে অমৃতা চট্টোপাধ্যায় অভিনীত ছবি নির্বাচিত হয়েছে। মহুয়া চক্রবর্তীর পরিচালনায় তনজিল ছবিতে রয়েছে এক নারীর লড়াই এর গল্প।
ব্যুরো: আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে এই প্রথম প্রতিযোগিতা বিভাগে অমৃতা চট্টোপাধ্যায় অভিনীত ছবি নির্বাচিত হয়েছে। মহুয়া চক্রবর্তীর পরিচালনায় তনজিল ছবিতে রয়েছে এক নারীর লড়াই এর গল্প।
তনজিল। একটি মুখচোরা অথচ একরোখা নারীর নাম। যাঁর স্বামী কপালফেরে আছেন জেলের গরাদের ভেতরে। একমাত্র সন্তানকে নিয়ে তাঁর লড়াই বেঁচে থাকার। ভালো থাকার। মহুয়া চক্রবর্তীর এই ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অমৃতা চট্টোপাধ্যায়।
প্রতিযোগিতা বিভাগে প্রথমবার ছবি নির্বাচনে স্বভাবতই খুশি নায়িকা। এ পর্যন্ত বেশিরভাগ ছবিই করেছেন ছোটপর্দার জন্য। এখনই ফেস্টিভ্যাল সফর শেষ হয়নি। বাকি বেশ কয়েকটি ছবির। সে খবরও জানালেন আমাদের।