রথের দিন খুলছে তারাপীঠ, বিধিনিষেধ মেনেই তবেই মন্দিরের অন্দরে যেতে পারবেন ভক্তরা

তবে করোনার জন্য মার্চের ২০ তারিখ থেকে  বন্ধ  মন্দিরের দরজা। ভক্তদের অপেক্ষার দিন এবার  শেষ।

Updated By: Jun 20, 2020, 07:21 PM IST
রথের দিন খুলছে তারাপীঠ, বিধিনিষেধ মেনেই তবেই মন্দিরের অন্দরে যেতে পারবেন ভক্তরা

নিজস্ব প্রতিবেদন: রথের দিন সর্বসাধারণের জন্য খুলে যাচ্ছে তারাপীঠ মন্দির। তবে সোশ্যাল ডিসট্যান্সের কথা মাথায় রেখে আপাতত গর্ভগৃহে প্রবেশ করতে পারবেন না ভক্তরা। তারা মায়ের টানে দূর দূরান্ত থেকে ছুটে আসেন ভক্তরা। তবে করোনার জন্য মার্চের ২০ তারিখ থেকে  বন্ধ  মন্দিরের দরজা। ভক্তদের অপেক্ষার দিন এবার  শেষ।

আরও পড়ুন: মালদহে আন্তঃরাজ্য মাদক চক্রের আখড়া! দফায় দফায় উদ্ধার মাদক দ্রব্য, গ্রেফতার শতাধিক

৯৩ দিন পর খুলছে তারাপীঠ। তবে মন্দির খুললেও ভক্তদের সুরক্ষার কথা মাথায় রেখে বহাল থাকছে কড়াকড়ি। স্যানিটাইজেশন টানেল দিয়ে মন্দিরে প্রবেশ করতে হবে। মাস্ক, গ্লাভস পরে  নাটমন্দিরে ৬  ফুট দূরত্ব থেকে পুজো দেওয়া যাবে। কিন্তু গর্ভগৃহে প্রবেশ করা যাবে না বলেই জানিয়েছেন মন্দির কর্তৃপক্ষ। মন্দির খুললেও এবার রথ হচ্ছে না তারাপীঠে। তারাপীঠের মন্দিরের সঙ্গে জড়িয়ে কয়েক হাজার মানুষের জীবিকা। মন্দির খোলার ঘোষণায় ভক্তদের সঙ্গে খুশি তাঁরাও। 

.