শহরে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড, দমকলের তৎপরতায় নিয়ন্ত্রণে চৌবাগা প্লাস্টিক কারখানার আগুন

শুধু ভিতরের আগুন নয়, বাইরের দিকে ছড়িয়ে পড়া আগুনও সামাল দিতে কার্যত হিমসিম খায় দমকল। এমনিতেই ঘিঞ্জি এলাকায় গোডাউন হওয়ায় দমকলের গাড়ি ঢুকতে দেরি হয়।

Updated By: Feb 1, 2020, 09:01 AM IST
শহরে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড, দমকলের তৎপরতায় নিয়ন্ত্রণে চৌবাগা প্লাস্টিক কারখানার আগুন

নিজস্ব প্রতিবেদন: শহরে ফের বড়সড় অগ্নিকাণ্ড। চৌবাগা বাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আজ ভোর চারটে নাগাদ আগুন লাগে ওই গোডাউনে। কালো ধোঁয়ার কুণ্ডলীতে ঢেকে যায় এলাকা। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায় দমকলের ১১টি ইঞ্জিন।

আরও পড়ুন: শিবপুর IIEST-তে ছাত্রকে র‍্যাগিং-এর অভিযোগ, তদন্তে অ্যান্টি র‍্যাগিং কমিটি

প্রচুর প্লাস্টিক মজুত  থাকায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। বিপদ আরও বাড়িয়েছে গোডাউনের বাইরে মজুত প্লাস্টিক। ফলে শুধু ভিতরের আগুন নয়, বাইরের দিকে ছড়িয়ে পড়া আগুনও সামাল দিতে কার্যত হিমসিম খায় দমকল। এমনিতেই ঘিঞ্জি এলাকায় গোডাউন হওয়ায় দমকলের গাড়ি ঢুকতে দেরি হয়। তার ওপর আশপাশে লোকালয় থাকায় বেড়েছে আশঙ্কা। যদিও দমকলের তৎপরতায় নিয়ন্ত্রণে এসেছে আগুন। 

 

.