জঙ্গি তৈরির কারখানা রাজ্যের আনাচে কানাচে

দুর্ঘটনাবশত একটি বিস্ফোরণ। তাতেই হদিশ মিলেছে জঙ্গি নাশকতার বিশাল এক চক্রের। জানা গেছে, প্রশাসনের নাকের ডগায় বসে কীভাবে ভাড়াবাড়িতে তৈরি হয়েছিল গ্রেনেড তৈরির কারখানা। এখানেই শেষ নয়। গোয়েন্দা তথ্য বলছে, শুধু গ্রেনেড বা বিস্ফোরক নয়, জঙ্গি তৈরির কারখানাও ছড়িয়ে রয়েছে রাজ্যের আনাচে কানাচে। মালদহ, মুর্শিদাবাদ, নদিয়া, বর্ধমান, বীরভূমের মতো জেলায় গত কয়েকবছরে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছিল অননুমোদিত ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান।

Updated By: Oct 10, 2014, 02:33 PM IST

কলকাতা: দুর্ঘটনাবশত একটি বিস্ফোরণ। তাতেই হদিশ মিলেছে জঙ্গি নাশকতার বিশাল এক চক্রের। জানা গেছে, প্রশাসনের নাকের ডগায় বসে কীভাবে ভাড়াবাড়িতে তৈরি হয়েছিল গ্রেনেড তৈরির কারখানা। এখানেই শেষ নয়। গোয়েন্দা তথ্য বলছে, শুধু গ্রেনেড বা বিস্ফোরক নয়, জঙ্গি তৈরির কারখানাও ছড়িয়ে রয়েছে রাজ্যের আনাচে কানাচে। মালদহ, মুর্শিদাবাদ, নদিয়া, বর্ধমান, বীরভূমের মতো জেলায় গত কয়েকবছরে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছিল অননুমোদিত ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান।

তাতে জেহাদি মন্ত্রে দীক্ষিত করা হত ছাত্রছাত্রীদের। শেখানো হত হাতের কাছে পাওয়া রাসায়নির দিয়ে প্রাণঘাতী বিস্ফোরক তৈরির কৌশল। খাগড়াগড় বিস্ফোরণের পর অবশ্য সেইসব ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানই বন্ধ।

 

.