টেটের প্রশ্নপত্রের বস্তা ফেলে দেওয়া হয়েছিল একটি খালে, দাবি সিআইডির

টেটের প্রশ্নপত্রের বস্তা ফেলে দেওয়া হয়েছিল একটি খালে। তদন্তের পর এমনটাই দাবি সিআইডির। সিআইডি সূত্রে খবর, তদন্তে গোয়েন্দারা জানতে পেরেছেন নিবেদিতা সেতু পার করে দুর্ঘটনাবশত বাসের পেছনের কাঁচটি খসে পড়ে। সেখান থেকেই প্রশ্নপত্রের একটি বস্তা রাস্তায় পড়ে যায়। বাসের পিছনে থাকা একটি লরির চালক ও খালাসি তা দেখতে পান।

Updated By: Sep 17, 2015, 12:06 PM IST
টেটের প্রশ্নপত্রের বস্তা ফেলে দেওয়া হয়েছিল একটি খালে, দাবি সিআইডির

ওয়েব ডেস্ক: টেটের প্রশ্নপত্রের বস্তা ফেলে দেওয়া হয়েছিল একটি খালে। তদন্তের পর এমনটাই দাবি সিআইডির। সিআইডি সূত্রে খবর, তদন্তে গোয়েন্দারা জানতে পেরেছেন নিবেদিতা সেতু পার করে দুর্ঘটনাবশত বাসের পেছনের কাঁচটি খসে পড়ে। সেখান থেকেই প্রশ্নপত্রের একটি বস্তা রাস্তায় পড়ে যায়। বাসের পিছনে থাকা একটি লরির চালক ও খালাসি তা দেখতে পান।

মূল্যবান বস্তু ভেবে বস্তাটি লরিতে তুলে নেন তাঁরা। এরপর গুরুত্বহীন কাগজপত্র রয়েছে মনে করে বস্তাটি ফেলে দেন একটি খালে। ইতিমধ্যেই ওই লড়ির চালক ও খালাসিকে জেরা করেছে সিআইডি। বস্তার খোঁজে খালেও তল্লাসি চলছে। তবে এখনও পর্যন্ত উদ্ধার হয়নি প্রশ্নপত্রের বস্তা। 

.