Child Trafficking Racket: রাজ্যে সক্রিয় আন্তঃরাজ্য পাচারচক্র! সদ্যোজাত শিশু বিক্রি করতে গিয়ে পাকড়াও ঠাকুরপুকুরের ২ বাসিন্দা

Child Trafficking Racket: অভিযুক্তদের কাছ থেকে ২ দিনের এক শিশুকন্যাকে উদ্ধার করা হয়েছে। তাকে উদ্ধার করে হাওড়া হাসপাতালে পাঠানো হয়েছে। জানা গিয়েছে পাটনা থেকে পাচার করে আনা হয় ওই শিশুটিকে

Updated By: Nov 10, 2024, 03:38 PM IST
Child Trafficking Racket: রাজ্যে সক্রিয় আন্তঃরাজ্য পাচারচক্র! সদ্যোজাত শিশু বিক্রি করতে গিয়ে পাকড়াও ঠাকুরপুকুরের ২ বাসিন্দা

পিয়ালী মিত্র: গোপন সূত্রে খবর পেয়ে ফাঁদ পাতা হয়েছিল। সিআইডির পাতা সেই ফাঁদেই পড়ে গেলেন শিশু পাচার চক্রের দুই পান্ডা। তাদের কাছ থেকে দুদিনের এক শিশু কন্যাকে উদ্ধার করা হয়েছে। সিআইডির ২ অফিসার দম্পত্তি সেজে ওই শিশুকে নেওয়ার জন্য আজ হাজির হন শালিমার স্টেশন এলাকায়। সেখানেই সিআইডির হাতে ধরা পড়েন ঠাকুর পুকুরের বাসিন্দা মকুল সরকার ও মানিক হালদার।

আরও পড়ুন-'বুলডোজার জাস্টিস' নিয়ে বড় রায় বিদায়ী প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের...

অভিযুক্তদের কাছ থেকে ২ দিনের এক শিশুকন্যাকে উদ্ধার করা হয়েছে। তাকে উদ্ধার করে হাওড়া হাসপাতালে পাঠানো হয়েছে। জানা গিয়েছে পাটনা থেকে পাচার করে আনা হয় ওই শিশুটিকে। মোট ৪ লাখ টাকার বিনিময়ে ওই শিশুটিকে কেনার ডিল হয়। ১ লক্ষ টাকার বিনিময়ে শিশুটিকে আনা হয় দুরন্ত এক্সপ্রেসে। সূত্রের খবর, আগেও ওই দম্পতি একাধিক শিশু পাচার করেছে। শহরে এরকম এক শিশু পাচার চক্রের খবরে উদ্বেগ দানা বাঁধছে।

পুলিস সূত্রে খবর নিঃসন্তান দম্পতি সেজে মানিক হালদার ও মুকুল সরকারের সঙ্গে যোগাযোগ করেন সিআইডি অফিসাররা। মোট চার লক্ষ টাকায় শিশুটিকে বিক্রি করতে রাজি হন মুকুল ও মানিক। ধৃতদের আদালতে তুলে তাদের হেফাজতে নেওয়ার চেষ্টা করছে সিআইডি। ওই দুজন কোনও আন্তঃরাজ্য পাচার চক্রের সঙ্গে জড়িত কিনা তা খতিয়ে দেখতে চাইছে পুলিস।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

.