ঠাকুরপুকুর থানার লকআপে বন্দির মৃত্যুকাণ্ডে সাসপেন্ড এএসআই, কনস্টেবেল
ঠাকুরপুকুর থানার লকআপে বন্দির অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় সাসপেন্ড হলেন দুই পুলিসকর্মী। শো কজ করা হয়েছে থানার ওসিকে। আরও দুই পুলিসকর্মীর বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। বেহালা চৌরাস্তার কাছে এক মহিলার হার ছিনতাই করার অভিযোগে শনিবার ধরা পড়ে গুড্ডু সর্দার নামে এক যুবক। কর্তব্যরত ট্রাফিক পুলিসকর্মী তাঁকে ঠাকুরপুকুর থানার হাতে তুলে দেন। রবিবার ধৃতকে আদালতে তোলা হয়।
ঠাকুরপুকুর থানার লকআপে বন্দির অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় সাসপেন্ড হলেন দুই পুলিসকর্মী। শো কজ করা হয়েছে থানার ওসিকে। আরও দুই পুলিসকর্মীর বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। বেহালা চৌরাস্তার কাছে এক মহিলার হার ছিনতাই করার অভিযোগে শনিবার ধরা পড়ে গুড্ডু সর্দার নামে এক যুবক। কর্তব্যরত ট্রাফিক পুলিসকর্মী তাঁকে ঠাকুরপুকুর থানার হাতে তুলে দেন। রবিবার ধৃতকে আদালতে তোলা হয়।
গুড্ডু সর্দারকে পুলিস হেফাজতের নির্দেশ দেয় আদালত। থানায় ফিরিয়ে আনার এক ঘণ্টার মধ্যে ওই বন্দিকে লক আপে মৃত অবস্থায় পাওয়া যায়। লকআপে বন্দি মৃত্যু নিয়ে সোরগোল পড়ে যায়। অবশেষে আজ পুলিসকর্মীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হল।