The Kerala Story: দ্য কেরালা স্টোরি বিতর্ক, মুখ্যমন্ত্রীর ফোনের পর শুভাপ্রসন্নর কাছে তৃণমূল মুখপাত্র

The Kerala Story: শুভাপ্রসন্নর দাবি, দ্য় কেরালা স্টোরি নিয়ে তাঁরে যে অবস্থান তা থেকে বিন্দুমাত্রও সরছেন না তিনি। তবে তাঁর মনে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর অবস্থান থেকে একটা সিদ্ধান্ত নিয়েছেন। সেই জায়গা থেকে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসাই করেছেন

Updated By: May 13, 2023, 11:50 PM IST
The Kerala Story: দ্য কেরালা স্টোরি বিতর্ক, মুখ্যমন্ত্রীর ফোনের পর শুভাপ্রসন্নর কাছে তৃণমূল মুখপাত্র

শ্রেয়সী গঙ্গোপাধ্যায়: দ্য কেরালা স্টোরি নিষিদ্ধ করা নিয়ে দূরত্ব তৈরি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। কিন্তু নিজের সিদ্ধান্তে অনড় শিল্পী শুভাপ্রসন্ন। ছবিটি নিষিদ্ধ করার বিরুদ্ধে মত প্রকাশ করেছিলেন শুভাপ্রসন্ন। এনিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথাও হয়েছে তাঁর। মুখ্যমন্ত্রীকে তাঁর অবস্থান জানিয়েছেন শিল্পী। অন্যদিকে, মুখ্যমন্ত্রীও ছবি নিষিদ্ধ করার কারণ শিল্পীকে জানিয়েছেন বলে সূত্রের খবর। এবার শনিবার শুভাপ্রসন্নর সঙ্গে দেখা করলেন তৃণমূল কংগ্রেসের অন্যতম মুখপাত্র মনোজিত্ মণ্ডল।

আরও পড়ুন-রাহুলের অরুণোদয়! দক্ষিণ হাতছাড়া মহীরুহ মোদীর...

এদিকে, মুখ্যমন্ত্রীর ওই ফোনের পরও নিজের অবস্থানে অনড় শুভাপ্রসন্ন। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর সুসম্পর্ক বজায় আছে বলেই দাবি শুভাপ্রসন্নর। গতকালই শুভাপ্রসন্নর সঙ্গে মুখ্যমন্ত্রীর কথা হয়। তাঁর দাবি, মুখ্যমন্ত্রীই তাঁকে ফোন করেছিলেন। দ্য কেরালা স্টোরি নিষিদ্ধ করার বিরুদ্ধেই মত প্রকাশ করেছিলেন শুভাপ্রসন্ন। তার পরেই প্রশ্ন ওঠে মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সঙ্গী শুভাপ্রসন্নর সঙ্গে কি তাঁর দূরত্ব তৈরি হচ্ছে? তার মধ্যেই মুখ্যমন্ত্রীর ওই ফোন।

শুভাপ্রসন্নর দাবি, দ্য় কেরালা স্টোরি নিয়ে তাঁরে যে অবস্থান তা থেকে বিন্দুমাত্রও সরছেন না তিনি। তবে তাঁর মনে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর অবস্থান থেকে একটা সিদ্ধান্ত নিয়েছেন। সেই জায়গা থেকে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসাই করেছেন। ভবিষ্যতে তিনি মমতার সঙ্গেই থাকবেন। তবে দ্য কেরালা স্টোরি নিষিদ্ধ করা নিয়ে তাঁর যে মত তা থেকে তিনি সরছেন না। তবে আগামিদিনে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনায় নামতে হয় তাহলে তিনি নামবেন। 

অন্যদিকে, শুভাপ্রসন্নের সঙ্গে আজ দেখা করতে যান তৃণমূলের অন্যতম মুখপাত্র মনোজিৎ মন্ডল। দীর্ঘক্ষণ তাদের মধ্যে আলোচনা হয়। শুভাপ্রসন্ন কেন হঠাৎ এই ধরনের মত পোষণ করছেন তা নিয়ে তাঁদের মদ্যে কথা হয়। তাঁর ওই মত নিয়ে মমতার সঙ্গে তাঁর সম্পর্কের বিষয়ে অনেকের মধ্যে অন্যরকম ধারণা তৈরি হচ্ছে। সেই বিষয়টি নিয়েও আলোচনা করেন তিনি। শিল্পী তাঁকে জানিয়েছেন যে মমতার সঙ্গে তার সম্পর্ক স্বাভাবিকই আছে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.