14 May 2023, 00:00 AM
ম্য়াজিক ফিগার পেরিয়ে ১৩৫ আসন জিতেছে কংগ্রেস। বিজেপি জিতেছে ৬৫ আসনে। ১৯ আসনে জিতেছে জেডিএস এবং অন্যান্যরা জিতেছে ৪ আসনে।
13 May 2023, 20:45 PM
ঔদ্ধত্যপূর্ণ কথাবার্তা আর চলবে না বিজেপির। মানুষের যন্ত্রণা ওদের বুঝতে হবে। যে জায়গা দিয়ে রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা গিয়েছে সেইসব জায়গার ৯০ শতাংশ আসনের জিতেছে কংগ্রেস। বললেন, কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খারগে।
13 May 2023, 19:45 PM
সোনিয়া গান্ধীকে বলেছিলাম কর্নাটকে কিছু করে দেখাব। উনি আমাকে জেলে দেখা করতে এসেছিলেন। কংগ্রেসের জয়ে আবেগপ্রবণ কর্নাটক কংগ্রেস সভাপতি ডি কে শিবকুমার। এই জয় সিদ্দারামাইয়া-সহ দলের সব নেতার।
13 May 2023, 19:45 PM
রাহুলের অরুণোদয়! দক্ষিণ হাতছাড়া মহীরুহ মোদীর...
13 May 2023, 18:45 PM
কর্নাটকে সম্ভবত হতে চলেছেন ৩ উপ মুখ্যমন্ত্রী। এদের মধ্যে একজন তপসিলি ও একজন লিঙ্গায়েত সম্প্রদায়ের।
13 May 2023, 18:00 PM
কর্নাটকের রায় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সবার পেছনে এজেন্সি লাগিয়ে দেওয়া হচ্ছে। গভর্নরও সরকারের হস্তক্ষেপ করছে। আমি শুধু আমাদের রাজ্যপালের কথা বলছি না। বেঙ্গল থেকে বেঙ্গালুরু মানুষ যে রায় দিয়েছে তাতে বোঝা যাচ্ছে ইমেজ বলে কিছু নেই, যতই সাজো।
13 May 2023, 18:00 PM
কর্নাটকে কংগ্রেস বিপুল জয়ের পর হাত শিবিরকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। একটি ট্যুইট করে তিনি লিখেছেন, আশাকরি জনগণের আশাআকাঙ্খা পূরণ করতে পারবে নতুন এই সরকার। কর্নাটকে যারা বিজেপিকে সমর্থন করেছেন তাদেরও ধন্যবাদ। এখন থেকে আগামিদিনে কর্নাটককে আরও গুরুত্ব দেবে বিজেপি।
13 May 2023, 18:00 PM
কর্নাটকে কংগ্রসের জয় প্রিয়ঙ্কা গান্ধী বলেন, প্রচারে আমরা এটাই বলেছিলাম মানুষের ইস্যুতেই মনোযোগ দিতে হবে। মানুষ নিত্যপ্রয়োজনীয় জিনিসের বাড়তি দাম থেকে মুক্তি চায়, কাজ চায়, দর্নীতি চায় না। হিমাচল প্রদেশ ও কর্নাটক প্রমাণ করে দিয়েছে মানুষের মন অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার রাজনীতি আর চলবে না। কর্নাটকে রাহুল যে ৭১ বিধানসভার উপর দিয়ে তাঁর ভারত জোড়ো যাত্রা নিয়ে গিয়েছিলেন তার ৭০ শতাংশ জিতেছে কংগ্রেস।
13 May 2023, 17:45 PM
ম্যাজিক ফিগার থেকে অনেকটাই এগিয়ে কংগ্রেস। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী কংগ্রেস পেয়েছে ১২২ আসন। আরও ১৫ আসনে এগিয়ে তারা। বিজেপি জয়ী হয়েছে ৫৬ আসনে। জেডিএস জিতেছে ১৮ আসনে।
13 May 2023, 17:45 PM
বাংলা যেটা ২০২১ সালে করেছিল কর্নাটক তা ২০২৩ সালে করে দেখাল। আর গোটা ভারত তা ২০২৪ সালে তা করবে। এই বিশ্বাস আমার রয়েছে। এদের পতনের শুরু হয়ে গিয়েছে। যাওয়া শুধু এখন সময়ের অপেক্ষা। ডবল ইঞ্জিনের সরকারকে ৫ বছর দেখার পর কেন মানুষ প্রত্যাখান করল? আসলে এটা ডবল ইঞ্জিনের সরকার নয়, ট্রাবল ইঞ্জিনের সরকার। এই সরকারকে মানুষ আর চায় না। বললেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়।
13 May 2023, 17:30 PM
ম্যাজিক ফিগার পেরিয়ে গেল কংগ্রেস। এখনওপর্যন্ত ঘোষিত ফলের মধ্যে ১১৪ আসনে জয়লাভ করেছে কংগ্রেস। হাত শিবির এগিয়ে রয়েছে মোট ১৩৬ আসনে। অন্যদিকে, বিজেপি জিতেছে ৫২ আসনে। জেডিএস জয়লাভ করেছে ১৭ আসনে।
13 May 2023, 14:30 PM
কংগ্রেসের জয় প্রসঙ্গে রাহুল বলেন, 'আমি প্রথমেই সব নেতাদের ধন্যবাদ ও শুভেচ্ছা জানাতে চাই। কর্নাটকে সর্বগ্রাসী পুঁজিবাদকে জনতার শক্তি হারিয়ে দিয়েছে। এর জন্য আমি সকল কর্নাটকবাসীদের ধন্যবাদ জানাতে চাই।'
#WATCH | "Karnataka mein Nafrat ki bazaar band hui hai, Mohabbat ki dukaan khuli hai": Congress leader Rahul Gandhi on party's thumping victory in #KarnatakaPolls pic.twitter.com/LpkspF1sAz
— ANI (@ANI) May 13, 2023
13 May 2023, 14:30 PM
কর্নাটকে দলের দুর্দান্ত জয়ের পরিপ্রেক্ষিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে বলেন, 'আমাদের সম্মিলিত নেতৃত্বে এই জয়। সম্মিলিত ভাবেই এই নির্বাচনে জিতেছি এবং ফলাফল পেয়েছি'।
13 May 2023, 14:15 PM
গতবারের চেয়ে জেডিএস ১৫টি আসন খুইয়েছে। বিজেপির এই সংখ্যাটি আরও বেশী। বিজেপি মোট ৪০টি আসন খুইয়েছে। অপরদিকে গতবারের তুলনায় ৫৫টি বেশী আসন বেশী পেতে পারে।
13 May 2023, 13:30 PM
কর্নাটকের বিধানসভা নির্বাচনে কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা লাভের পর কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া বলেন যে, 'রাজ্যের জনগণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং জেপি নাড্ডার বিরুদ্ধে নিজেদের মতামত রেখেছেন। এখানে বিজেপির অপারেশন লোটাসের কোনও জায়গা থাকার কথা নয়।'
#WATCH | It is a mandate against Narendra Modi, Amit Shah and JP Nadda. PM came to Karnataka 20 times; No PM in the past campaigned like this: Congress leader Siddaramaiah on his party's victory in Karnataka elections pic.twitter.com/bNk1HMLk4y
— ANI (@ANI) May 13, 2023
13 May 2023, 13:30 PM
বিজেপির অপারেশন লোটাসের আশঙ্কা! বিধায়কদের বেঙ্গালুরুতে চলে আসার নির্দেশ দিল কর্নাটকের কংগ্রেস নেতৃত্ব৷ বিধায়ক ভাঙানো আটকাতে বেঙ্গালুরুতে হোটেল বুক করা হয়েছে বলে সূত্রের খবর।
13 May 2023, 13:15 PM
তৃণমুল কংগ্রেসের সাংসদ সৌগত রায় বলেন, 'বিজেপি অপারেশন লোটাস শুরু করে দিয়েছিল লোক ভাঙানোর, তবে সেটা কংগ্রেসকেই রুখতে হবে। এই ইলেকশনেক জন্য রাহুল প্রিয়াঙ্কা এমনকী গোটা গান্ধী পরিবার অনেক কাজ করেছে '।
13 May 2023, 13:00 PM
কর্নাটকে এগিয়ে থেকে বাংলার কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরি বলেন, 'আমি নিজেও কর্নাটকে প্রচারে গিয়ে বুঝেছিলাম আমরা জিতব।'
13 May 2023, 12:30 PM
জেডিএস-এর ডি সি থামান্না এবং বিজেপি-র এস পি স্বামীকে পরাজিত করে কর্নাটকের মদ্দুর কেন্দ্র থেকে জয়ী হলেন কংগ্রেস প্রার্থী উদয় কে এম৷ ধারওয়াড় কেন্দ্র থেকে বিজেপি-র অমরুত আয়াপ্পা দেশাইকে হারিয়ে জয়ী হয়েছেন কংগ্রেস প্রার্থী বিনয় কুলকার্নি৷
13 May 2023, 12:15 PM
নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, কর্নাটকে এখনও পর্যন্ত কংগ্রেস ১২০টি আসন অতিক্রম করেছে। কংগ্রেস মোট ১২১টি আসনে এগিয়ে রয়েছে এবং বিজেপি ৭২ টি আসনে রয়েছে।
#KarnatakaElectionResults | Congress party crosses 120 mark, leads in 121 seats while BJP is at 72 seats.#KarnatakaPolls pic.twitter.com/1Nsm72bAGs
— ANI (@ANI) May 13, 2023
13 May 2023, 12:15 PM
নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, কর্নাটকে এখনও পর্যন্ত কংগ্রেস প্রায় ৪২.৯৩ শতাংশ ভোট পেয়েছে৷ বিজেপি পেয়েছে ৩৬.১৭ শতাংশ ভোট, জেডিএস পেয়েছে ১২.৯৭ শতাংশ ভোট৷
#KarnatakaElectionResults2023 | As per the latest ECI data, Congress gets 42.93% vote share, BJP gets 36.17% vote share while JDS receives 12.97% vote share. pic.twitter.com/GBDa0LntqB
— ANI (@ANI) May 13, 2023
13 May 2023, 12:00 PM
বেঙ্গালুরুতে কংগ্রেস প্রধান ডি কে শিবকুমারের বাসভবনে বিজয় উল্লাসে মেতেছেন কংগ্রেস কর্মীরা।
#WATCH | Congress party workers celebrate at the residence of Karnataka Congress chief DK Shivakaumar in Bengaluru as the Congress party surges ahead and crosses halfway mark in #KaranatakaElectionResults pic.twitter.com/BNf6zZ78BY
— ANI (@ANI) May 13, 2023
13 May 2023, 12:00 PM
দিল্লিতে AICC অফিসের বাইরে "#কর্নাটক জয়" লেখা পোস্টার লাগানো হয়েছে। শেষ আপডেট অনুযায়ী কংগ্রেস ১১৬টি আসনে এগিয়ে রয়েছে এবং বিজেপি ৭৭টি আসনে এগিয়ে রয়েছে। এছাড়াও জেডিএস ২৬ ও অন্যান্যরা ৫টি আসনে এগিয়ে রয়েছে।
A poster with the words "#Karnataka Vijay" put up outside AICC office in Delhi.
Congress surges ahead in 117 seats while BJP leads in 76 seats as per the latest ECI trends. pic.twitter.com/tMBrxnKbEo
— ANI (@ANI) May 13, 2023
13 May 2023, 11:45 AM
একক সংখ্যাগরিষ্ঠ ভোটেই সরকার গড়ার পথে কংগ্রেস। কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার ছেলে ইতোমধ্যেই দাবি করেছেন, তাঁর বাবাকেই ফের মুখ্যমন্ত্রী করা উচিত।
#WATCH | "We will do anything to keep BJP out of power...In the interest of Karnataka, my father should become the CM," says Yathindra Siddaramaiah, Congress leader and son of former CM Siddaramaiah. pic.twitter.com/sTHMMEqwz3
— ANI (@ANI) May 13, 2023
13 May 2023, 11:15 AM
কর্নাটকে দলের এগিয়ে থাকা বিধায়কদের বেঙ্গালুরুতে চলে আসার নির্দেশ দিল কর্নাটকের কংগ্রেস নেতৃত্ব৷ বিজেপি অন্য দলের বিধায়কদের ভাঙানোর চেষ্টা করবে, সে বিষয়ে আশঙ্কা প্রকাশ করেন কংগ্রেস নেতা ও মধ্যপ্রদেশের প্রাক্তন মু্খ্যমন্ত্রী কমল নাথ৷
#WATCH | It is certain that Congress will form the government in Karnataka. BJP will attempt to strike a deal with MLAs of other parties and independent candidates: Congress leader & former MP CM Kamal Nath pic.twitter.com/AH4BmGCWEB
— ANI (@ANI) May 13, 2023
13 May 2023, 11:15 AM
কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং জেডিএস নেতা এইচডি কুমারস্বামী কর্নাটকের বিধানসভা ভোট গণনার মাঝেই বেঙ্গালুরুতে মন্দিরে পুজো দিলেন।
#WATCH | Former Karnataka CM & JDS leader HD Kumaraswamy visits a temple in Bengaluru amid counting of votes for #KarnatakaPolls.#KarnatakaElectionResults pic.twitter.com/T2wCl2djAq
— ANI (@ANI) May 13, 2023
13 May 2023, 11:15 AM
ছন্নপটনা কেন্দ্রে এগিয়ে এইচ ডি কুমারস্বামী। রামনাগরম কেন্দ্রে পিছিয়ে জেডিএস নেতা নিখিলকুমার স্বামী। অন্যদিকে শিকারিপুরা কেন্দ্রে এগিয়ে ইয়েদুরাপ্পার ছেলে বিজয়েন্দ্র।
13 May 2023, 11:15 AM
'আমি অপ্রতিরোধ্য', ম্যাজিক নম্বর পেরোতেই ট্যুইট রাহুলের।
I'm invincible
I'm so confident
Yeah, I'm unstoppable today pic.twitter.com/WCfUqpNoIl
— Congress (@INCIndia) May 13, 2023
13 May 2023, 11:00 AM
শিগাঁও কেন্দ্রে এগিয়ে কর্নাটকের মুখ্যমন্ত্রী বিজেপির বাসবরাজ বোম্মাই
13 May 2023, 10:00 AM
Karnataka Election results 2023: 'আমরাই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় সরকার গড়ব', আশাবাদী সিদ্দারামাইয়া...
#WATCH | Congress General Secretary Priyanka Gandhi Vadra offers prayers at Shimla's Jakhu temple pic.twitter.com/PRH47u36Zm
— ANI (@ANI) May 13, 2023
13 May 2023, 10:00 AM
ম্যাজিক ফিগার ১১৩টি আসন ছাড়িয়েছে কংগ্রেস। ১২১টি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস, যেখানে বিজেপি ৭৭টি আসনে এগিয়ে রয়েছে। জেডিএস ২২টি আসন নিয়ে তৃতীয় স্থানে রয়েছে।
13 May 2023, 09:45 AM
কংগ্রেস মুখপাত্র পবন খেরা বলেন,'আমরা বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করব, এতে কোনো সন্দেহ নেই। প্রধানমন্ত্রীর নেতিবাচক, বিভেদমূলক প্রচারণা কাজ করেনি'।
13 May 2023, 09:45 AM
নির্বাচনের ফলাফলে এগিয়ে রয়েছে কংগ্রেস, নয়াদিল্লির এআইসিসি সদর দফতরে কর্মীদের উচ্ছ্বাস।
13 May 2023, 09:30 AM
ম্যাজিক ফিগার ১১৩। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ১২৯ আসনে এখনও অবধি কংগ্রস এগিয়ে। বিজেপি এগিয়ে ৭৫ টি আসনে। জেডিএস ১৮টি আসনে ও অন্যান্যরা ২টি তে।
13 May 2023, 09:30 AM
কংগ্রেস নেতা যথীন্দ্র সিদ্দারামাইয়া বলেন যে 'কংগ্রেস নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে এবং কর্নাটকে সরকার গঠন করবে। আমরা আত্মবিশ্বাসী যে আমরা নিজেরাই সরকার করব।
#WATCH | "We will do anything to keep BJP out of power...In the interest of Karnataka, my father should become the CM," says Yathindra Siddaramaiah, Congress leader and son of former CM Siddaramaiah. pic.twitter.com/sTHMMEqwz3
— ANI (@ANI) May 13, 2023
13 May 2023, 09:15 AM
কংগ্রেস প্রার্থী বাবাসাহেব পাটিল কিট্টুর আসনে বর্তমান বিজেপি বিধায়ক মহন্তেশ দোদাগৌদারের বিরুদ্ধে ৩৩৭ ভোটে এগিয়ে রয়েছেন।
13 May 2023, 09:00 AM
জেডিএস দলের প্রধান এইচডি কুমারস্বামী বলেন যে ২০২৩-এর কর্নাটক নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পরে তাঁর দল৩০-৩৫টি আসন জিততে পারে।
13 May 2023, 09:00 AM
চামরাজানগরে কংগ্রেস প্রার্থী পুত্তরাঙ্গাশেট্টির বিরুদ্ধে ২০২ ভোটে পিছিয়ে রয়েছেন বিজেপির মন্ত্রী ভি সোমান্না।
13 May 2023, 08:45 AM
ম্যাজিক ফিগারের দিকে এগিয়ে কংগ্রেস। ১১২ টি আসন পেয়ে ৪৩টি আসনে বিজেপিকে পিছনে ফেলে দিয়েছে।
13 May 2023, 08:30 AM
পাল্লা ভারী কংগ্রেসের। ১০১ টি আসনে এখনও জয়ের পথে মল্লিকার্জুন খাড়গের দল।
13 May 2023, 08:30 AM
এখনও অবধি প্রকাশিত ১৮৭টি আসনের মধ্যে ৮৭টি কংগ্রেস, ৮১টি বিজেপি, ১৫টি জেডিএস ও ৪টি অন্যান্যরা পেয়েছে।
13 May 2023, 08:30 AM
এখনও অবধি প্রকাশিত ১৭৩ টি আসনের মধ্যে ৮০টি কংগ্রেস, ৭৮টি বিজেপি, ১৪টি জেডিএস ও ১টি অন্যান্যরা পেয়েছে।
13 May 2023, 08:30 AM
কাঁটায় কাঁটায় টক্কর বিজেপি-কংগ্রেস। ৭৭টি আসনে দুই শিবির।
13 May 2023, 08:30 AM
২২৪টি আসনের মধ্যে এখনও ১৪৬টি আসনের গণনা হয়েছে।
13 May 2023, 08:15 AM
কংগ্রেসকে ছাপিয়ে ২ আসনে এগোলো বিজেপি।
13 May 2023, 08:15 AM
ম্যাজিক ফিগার ১১৩। এখনও অবধি কংগ্রেস এগিয়ে ৪৭টি আসনে। বিজেপি পেয়েছে ৪৫টি আসন। জেডিএস ৯টি আসন ও অন্যান্যরা ১টি তে।
13 May 2023, 08:00 AM
ম্যাজিক ফিগার ১১৩। এখনও অবধি কংগ্রস এগিয়ে ৩৪টি আসনে। বিজেপি এগিয়ে ৩৪টি আসনে। জেডিএস ৮টি আসন ও অন্যান্যরা ১টি তে।
13 May 2023, 08:00 AM
আটটা বাজতেই শুরু ভোট গণনা। কেন্দ্র জুড়ে কড়া নিরাপত্তা।
13 May 2023, 07:45 AM
আর কিছুক্ষণের মধ্যেই ভোট গণনা প্রক্রিয়া শুরু হতে চলেছে।
13 May 2023, 07:45 AM
অপরদিকে কংগ্রেস প্রতিশ্রুতি দিয়েছে সংরক্ষণের সর্বোচ্চ সীমা ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৭৫ শতাংশ করার।