ওলা চালকের বিরুদ্ধে শ্লীলতাহানীর অভিযোগে 'নয়া মোড়'

ওলাকাণ্ডে উলটপূরাণ। অভিযোগকারীই আসলে অভিযুক্ত। তদন্তে জানতে পারল বেনিয়াপুকুর থানার পুলিস। ফ্যাশন ডিজাইনার রিমি শীল অভিযোগ করেন, সাতই অগাস্ট ভোরে পার্ক সার্কাসের কাছে তাঁর গাড়িতে ধাক্কা মারে এক ওলা ক্যাব। শুধু তাই নয় চালকের বিরুদ্ধে তাঁর ওপর চড়াও হওয়া এবং বাড়ি পর্যন্ত ধাওয়া করারও অভিযোগও তোলেন ওই ফ্যাশন ডিজাইনার।

Updated By: Aug 11, 2016, 09:07 PM IST
ওলা চালকের বিরুদ্ধে শ্লীলতাহানীর অভিযোগে 'নয়া মোড়'

ওয়েব ডেস্ক : ওলাকাণ্ডে উলটপূরাণ। অভিযোগকারীই আসলে অভিযুক্ত। তদন্তে জানতে পারল বেনিয়াপুকুর থানার পুলিস। ফ্যাশন ডিজাইনার রিমি শীল অভিযোগ করেন, সাতই অগাস্ট ভোরে পার্ক সার্কাসের কাছে তাঁর গাড়িতে ধাক্কা মারে এক ওলা ক্যাব। শুধু তাই নয় চালকের বিরুদ্ধে তাঁর ওপর চড়াও হওয়া এবং বাড়ি পর্যন্ত ধাওয়া করারও অভিযোগও তোলেন ওই ফ্যাশন ডিজাইনার।

আরও পড়ুন- পার্ক সার্কাসে ওলাচালকের হেনস্থার শিকার ফ্যাশন ডিজাইনার

কিন্তু, CCTV ফুটেজ খতিয়ে দেখে পুলিস জানতে পেরেছে রিমি শীলের গাড়িই ওলা ক্যাবে ধাক্কা মেরেছিল। ওলার চালক ও মালিককে ছেড়ে দেওয়া হয়েছে। রিমি শীলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করার পাল্টা মামলা রুজু করবে পুলিস। গ্রেফতারি এড়াতে শুক্রবার আদালতে আগাম জামিন নেবেন রিমি শীল।

.