এই পুজোটাই কী এবার সল্টলেকের সবচেয়ে বড় চমক!

গভীর,গহন অরন্যে হারিয়ে যেতে চান? তাহলে আপনাকে আসতেই হবে সল্টলেক AE  পার্ট টুয়ের পুজোয়।মণ্ডপ তৈরি হচ্ছে গভীর জঙ্গলের আদলে। কেমন যেন একটা গা ছমছমে পরিবেশ। অরণ্যের পরিবেশ তৈরি করতে কাপড় দিয়ে তৈরি করা হয়েছে পাতা।  থাকছে লতানো গাছ, সাপ,কীটপতঙ্গ,। আর এরমধ্যেই অধিষ্টিত প্রতিমা। প্রতিমার সাজ ঘরের আটপৌরে মায়ের মতোই। মণ্ডপ তৈরি হচ্ছে বাঁশ, প্লাস্টার অফ PARISH, ফাইবার দিয়ে। চলুন তবে একবার জঙ্গলের রোমাঞ্চ নিয়ে আসি সল্টলেক AE পার্ট টুয়ের পুজোয়।

Updated By: Oct 2, 2016, 12:02 PM IST
এই পুজোটাই কী এবার সল্টলেকের সবচেয়ে বড় চমক!
ফাইল ছবি (ফেসবুক থেকে)

ওয়েব ডেস্ক: গভীর,গহন অরন্যে হারিয়ে যেতে চান? তাহলে আপনাকে আসতেই হবে সল্টলেক AE  পার্ট টুয়ের পুজোয়।মণ্ডপ তৈরি হচ্ছে গভীর জঙ্গলের আদলে। কেমন যেন একটা গা ছমছমে পরিবেশ। অরণ্যের পরিবেশ তৈরি করতে কাপড় দিয়ে তৈরি করা হয়েছে পাতা।  থাকছে লতানো গাছ, সাপ,কীটপতঙ্গ,। আর এরমধ্যেই অধিষ্টিত প্রতিমা। প্রতিমার সাজ ঘরের আটপৌরে মায়ের মতোই। মণ্ডপ তৈরি হচ্ছে বাঁশ, প্লাস্টার অফ PARISH, ফাইবার দিয়ে। চলুন তবে একবার জঙ্গলের রোমাঞ্চ নিয়ে আসি সল্টলেক AE পার্ট টুয়ের পুজোয়।

আরও পড়ুন- শারদীয়া ম্যাগাজিন

এদিকে,  বৈষ্ণবঘাটা পাটুলি উপনগরীর থিম এবার শান্তি। মণ্ডপে থাকছে বিশালাকার চারটি ঘণ্টা। সাড়ে সাত লক্ষ নাটবল্টু দিয়ে তৈরি হচ্ছে প্রতিমা। মণ্ডপে থাকছে বৌদ্ধস্তূপের ছোঁয়া।

.