দিল্লি ভোটেও লম্ফঝম্ফ করেছিলেন, লাভ হয়নি, শাহকে কটাক্ষ সৌগতের

ঝাড়খন্ড ও দিল্লির মতো বাংলায় কোনও প্রভাব পড়বে না বলে দাবি তৃণমূল সাংসদের।  

Updated By: Mar 7, 2020, 07:40 PM IST
দিল্লি ভোটেও লম্ফঝম্ফ করেছিলেন, লাভ হয়নি, শাহকে কটাক্ষ সৌগতের

নিজস্ব প্রতিবেদন: দিল্লিতে বিধানসভা ভোটের আগে অনেক লম্ফঝম্ফ করেছিলেন, কিন্তু কোনও লাভ হয়নি। একুশের ভোটের আগে রাজ্যে অমিত শাহের থাকার খবরে প্রতিক্রিয়া দিলেন সৌগত রায়। শনিবার রাজারহাট-গোপালপুর বিধানসভা কেন্দ্রে 'বাংলার গর্ব মমতা' কর্মসূচিতে সামিল হয়েছিলেন দমদমের তৃণমূল সাংসদ।  

জি ২৪ ঘণ্টা ডিজিটালের এক্সক্লুসিভ প্রতিবেদনে প্রকাশিত হয়েছিল,  এপ্রিল থেকে মাসে এক-দুবার রাজ্যে আসবেন। আর পুজোর পর আরও বেশি করে মন দেবেন পশ্চিমবঙ্গে। রাজ্য নেতৃত্বকে নির্দেশ দিয়েছেন, একটা বাড়ি ও অফিস খুঁজতে হবে। অমিতের নির্দেশের পর বাইপাস ও রাজারহাটে বাড়ি-অফিস খোঁজার কাজ শুরু হয়ে গিয়েছে। ওই অফিস থেকে স্বরাষ্ট্রমন্ত্রকের কাজ চালাবেন অমিত শাহ।       

পশ্চিমবঙ্গে অমিত শাহের থাকা নিয়ে এদিন সৌগত রায় বলেন,''দিল্লিতে বিধানসভা নির্বাচনের আগেও অনেক লম্ফঝম্ফ করেছিলেন। কিন্তু কোনও লাভ হয়নি। উনি ভোটগেটার নন, সেটা ঝাড়খন্ড ও দিল্লিতে প্রমাণ হয়ে গিয়েছে। এখানেও কোনও প্রভাব পড়বে না।''

শুক্রবার দিল্লিতে দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করে নালিশ করেন রাজ্যপাল জগদীপ ধনখড়। আধ ঘণ্টার বৈঠকে ধনখড় অমিতের কাছে অভিযোগ করেছেন,পশ্চিমবঙ্গের পরিস্থিতি উদ্বেগজনক। রাজ্যের মানুষের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। রাজ্যপালের এমন অভিযোগ প্রসঙ্গে  সৌগতবাবু বলেন,'' উনি দায়িত্বজ্ঞানহীন কাজ করছেন। আইনশৃঙ্খলা রাজ্যের বিষয়। রাজ্যে নির্বাচিত সরকার রয়েছে। রাজ্যপালের কিছু বলার থাকলে সরকারের কাছে বলতে পারতেন। উনি অমিত শাহকে বলে সান্ত্বনা পেতে পারেন, রাজ্যপাল পদের মর্যাদা কমিয়ে দিয়েছেন।''

আরও পড়ুন- পুরভোটের আগে শোভনের বিধানসভায় 'বাংলার গর্ব মমতা'র দায়িত্ব রত্নাকে দিল TMC

.