প্রবীর চক্রবর্তী: স্বাস্থ্য পরিষেবার ফের 'ডায়মন্ড হারবার' মডেল! নিজের লোকসভা কেন্দ্রে এবার এক মাস ধরে স্বাস্থ্যশিবির আয়োজন করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী ৩০ নভেম্বর আমতলা অডিটোরিয়াম থেকে এই কর্মসূচির সূচনা করবেন তিনি। শুধু তাই নয়, সেদিন চিকিত্সকদের সঙ্গে আলোচনাসভাতেও যোগ দেবেন বলে শোনা যাচ্ছে। আরজি কর আবহে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
আরও পড়ুন: TMC Councillor: খাস কলকাতায় তৃণমূল কাউন্সিলরকে লক্ষ্য করে 'গুলি চালানোর চেষ্টা'!
পোশাকি নাম, 'Health For All'। সোশ্য়াল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে কর্মসূচির পোস্টার। পোস্টারে মূল বক্তা হিসেবে নাম রয়েছে অভিষেকের। প্রচারকের জায়গায় নাম দু'জনের। যাঁদের অন্যতম তৃণমূলের চিকিত্সক ও রাজ্যসভায় তৃণমূলের প্রাক্তন সাংসদ শান্তনু সেন। আমতলার সমণ্বয় অডিটোরিয়ামে ওই অনুষ্ঠান থেকেই 'Health For All' কর্মসূচির সূচনা করবেন ডায়মন্ড হারবারের সাংসদ। সাধারণ মানুষকে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতেই এই উদ্যোগ বলে খবর।
রাজনৈতিক মহলের মতে, এই কর্মসূচি মাধ্যমেই ফের মডেলকেই বাস্তবায়িত করতে চলেছেন অভিষেক। যেমনটা করেছিলেন একুশের বিধানসভা ভোটের পর, করোনার সময়ে। সেবার 'মাস টেস্টিং'-তে করোনা পরীক্ষায় সমস্ত লোকসভাকে টেক্কা দিয়েছিল ডায়মন্ড হারবার। তখনই প্রথম শোনা গিয়েছিল 'ডায়মন্ড হারবার' মডেলের কথাও।
ওই কর্মসূচির প্রস্তুতিতে শনিবার আলিপুরের প্রশাসনিক ভবনে এক বৈঠক হবে। সেখানে থাকার কথা দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক, ডায়মন্ড হারবার পুলিশ জেলার সুপার, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক-সহ অন্যদের।
আরও পড়ুন: Attack on TMC Councillor: 'আমি হতাশ, এরপর রাজনীতিতে থাকব কিনা ভাবব'!\
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
স্বাস্থ্যে 'ডায়মন্ড হারবার মডেল', আরজি কর আবহে নয়া কর্মসূচি অভিষেকের..