Sudip Banerjee: ট্রেনে গায়েব সাংসদ সুদীপের সাধের সুটকেস! আড়াই মাসেও মিলল না খোঁজ, জালে ৩
ট্রেন থেকে গায়েব তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের (Sudip Banerjee) লক্ষাধিক টাকার সামগ্রী ভর্তি সুটকেস। সাংসদের সুটকেসের খোঁজে নাকাল কলকাতা পুলিসের গোয়েন্দারা। গ্রেফতার ৩ জন। যদিও এখনও হাতে আসেনি সুটকেস।
সঞ্জয় ভদ্র: ট্রেন থেকে গায়েব তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের (Sudip Banerjee) লক্ষাধিক টাকার সামগ্রী ভর্তি সুটকেস। সাংসদের সুটকেসের খোঁজে নাকাল কলকাতা পুলিসের গোয়েন্দারা। গ্রেফতার ৩ জন। যদিও এখনও হাতে আসেনি সুটকেস।
জানা গিয়েছে, গত ২৭ থেকে ৩০ এপ্রিল চারদিনের জন্য মুম্বই গিয়েছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের (Sudip Banerjee)। সেখানে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডের বৈঠকে যোগ দেন তিনি। কর্মসূচি শেষে তিনি ফিরে আসেন। তবে, তাঁর একটি সুটকেস কুরিয়ার কোম্পানির মাধ্যমে কলকাতায় আসার কথা ছিল। যাতে ছিল সাংসদের শাল, পাঞ্জাবি-পাজামা-সহ কয়েক লক্ষ টাকার সামগ্রী। এরপরই ঘটে বিপত্তি!
অভিযোগ, ৪ মে শালিমার স্টেশনে জ্ঞানেশ্বরী এক্সপ্রেস পৌঁছলেও, লক্ষাধিক টাকার সামগ্রী-সহ সাংসদের সুটকেস গায়েব ছিল। এরপর পুলিসে অভিযোগ দায়ের হয়। মুম্বইয়ের নির্দিষ্ট স্টেশনে খোঁজ নিলে, সিসি ক্যামেরায় দেখা যায় যে, সুটকেসটি ট্রেনে তোলা হয়েছিল। কিন্তু শালিমার স্টেশনে আর সেটাকে নামাতে দেখা যায়নি। যে কুরিয়ার সংস্থা স্টেশনে মাল ওঠানো-নামানোর দায়িত্বে রয়েছে তাঁদের সঙ্গেও যোগাযোগ করা হয়।
সেখান থেকেই ক্লিয়ারিং এজেন্ট দেবাঞ্জন সেন, অঙ্কিত সিং এবং গুড্ডু সিং নামে তিনজনের নাম উঠে আসে। এরপর তিন জনকে গ্রেফতার করে পুলিস। তাঁদের জেরা করা হয়। তবে আড়ই মাস পরেও সাংসদের গায়েব সুটকেসের খোঁজ মেলেনি।