Sukhendu Sekhar Roy:'জাগো বাংলা'র সম্পাদক পদ ছাড়লেন সুখেন্দুশেখর, দায়িত্বে এবার শোভনদেব!
আরজি কর কাণ্ডে প্রথম থেকেই ভিন্নপথের পথিক সুখেন্দুশেখর। দোষীদের ফাঁসির দাবিতে যখন কর্মসূচি ঘোষণা করেছিলেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়, তখন বিচার চেয়ে ধরনায় বসেছিলেন তৃণমূলেরই রাজ্যসভা সাংসদ। এমনকী, একাধিক পোস্টে বিতর্কে জড়ান তিনি। কখনও কলকাতা তত্কালীন পুলিস সুপার বিনীত গোয়েলকে সিবিআই হেফাজতে নেওয়ার দাবি তুলেছেন, কো কখনও আবার মনে করিয়ে দিয়েছেন বাস্তিল দুর্গের পতনের কথাও!
Updated By: Sep 17, 2024, 10:07 PM IST