‘চায়ে পে চর্চা’-য় এসে তৃণমূলের গো ব্যাক স্লোগানের মুখে দিলীপ ঘোষ, উত্তপ্ত লেকটাউন
ঘটনায় পুলিসের বিরুদ্ধে উঠেছে নিষ্ক্রিয়তার অভিযোগ।
নিজস্ব প্রতিবেদন: বিজেপির ‘চায়ে পে চর্চা’ কর্মসূচি ঘিরে সাতসকালেই উত্তপ্ত লেকটাউনের দক্ষিণদাঁড়ি। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে গো ব্যাক স্লোগান। বিজেপির দলীয় পতাকা, ফ্লেক্স ছিঁড়ে ফেলার অভিযোগ তৃণমূল কর্মী সমর্থকদের বিরুদ্ধে। ঘটনায় পুলিসের বিরুদ্ধে উঠেছে নিষ্ক্রিয়তার অভিযোগ।
পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, শুক্রবার সকালে লেকটাউনের দক্ষিণদাঁড়িতে বিজেপির তরফে ‘চায়ে পে চর্চা’ কর্মসূচির আয়োজন করা হয়। অভিযোগ, প্রথম থেকেই স্থানীয় তৃণমূল কর্মীরা বিজেপি কর্মী সমর্থকদের বাধা দিচ্ছিলেন। এরপর সকাল সাতটা নাগাদ গণ্ডগোলের সূত্রপাত।
নির্ধারিত সময় মতো দিলীপ ঘোষ এলাকায় ঢুকতেই তাঁকে ঘিরে ধরে গো ব্যাক স্লোগান দিতে থাকেন তৃণমূল কর্মীরা। দুপক্ষের মধ্যে বচসা শুরু হয়। উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। অভিযোগ, পুলিসের সামনেই কার্যত তৃণমূল কর্মীরা গালিগালাজ করত থাকে। বিজেপির দলীয় পতাকা ছিঁড়ে ফেলে দেওয়া হয়। যদিও পাল্টা স্লোগান তোলেন বিজেপি কর্মী সমর্থকরাও। 'ভারত মাতা কি জয়', 'দিলীপ ঘোষ জিন্দাবাদ'- স্লোগান দিতে থাকেন তাঁরা।
খাগড়াগড় বিস্ফোরণকাণ্ডে ৫ বছর পর আজ সাজা শোনাবে আদালত, দোষ কবুল ১৯ জনের
পুলিসের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন বিজেপি কর্মীরা। অভিযোগ, গোটা ঘটনাটি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে পুলিস। কোনও পদক্ষেপ করেনি। যদিও তাতে পিছুপা হননি দিলীপ ঘোষ।
কর্মসূচি অনুযায়ীই এলাকায় বসে চা খেয়েছেন তিনি। দলীয় কর্মী, স্থানীয়দের সঙ্গে অল্প কথাও বলেছেন। তবে ততক্ষণে পরিস্থিতি উত্তপ্তই ছিল। দিলীপ ঘোষ চা খেয়ে এলাকা থেকে বেরিয়ে গেলে পরিস্থিতি শান্ত হয়।