এবার লোকসভা ভোটে আর জোট নয়, একাই লড়বে তৃণমূল, দিল্লিতে ঘোষণা মমতার

লোকসভা ভোটে কখনও বিজেপি, কখনও আবার কংগ্রেসের হাত ধরেছেন। এবার আর কংগ্রেস বা বিজেপি কারও সঙ্গে নয় লোকসভা ভোটে একাই লড়বে তৃণমূল কংগ্রেস। সংসদ ভবনের বাইরে দাঁড়িয়ে এমন কথাই বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Updated By: Dec 10, 2013, 04:02 PM IST

লোকসভা ভোটে কখনও বিজেপি, কখনও আবার কংগ্রেসের হাত ধরেছেন। এবার আর কংগ্রেস বা বিজেপি কারও সঙ্গে নয় লোকসভা ভোটে একাই লড়বে তৃণমূল কংগ্রেস। সংসদ ভবনের বাইরে দাঁড়িয়ে এমন কথাই বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সংসদে ভবন চত্বরে দাঁড়িয়ে তৃতীয় বিকল্পের পক্ষে জোরদার সওয়াল করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে জানিয়ে দিলেন লোকসভা ভোটে একাই লড়বে তৃণমূল। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে দেখা করতে আজ সংসদে যান মুখ্যমন্ত্রী।

সেখানে তিনি বলেন, তৃতীয় বিকল্পের সময় এসে গেছে। সব রাজনৈতিক দলের সঙ্গে কথা বলতেই দিল্লি এসেছেন। চার রাজ্যে কংগ্রেসের পরাজয়ের জন্য মূল্যবৃদ্ধিকেই দায়ী করেন তিনি। মানুষ কংগ্রেসের বিরুদ্ধে ভোট দিয়েছে বলেও মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন কংগ্রেস বা বিজেপির সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই।

.