কুৎসা ছড়ানো হচ্ছে দলের নামে, রাস্তায় নেমে সারদা কাণ্ডের প্রতিবাদ করবে তৃণমূল
এবার রাস্তায় নেমে সারদা কাণ্ডের মোকাবিলা করতে চলেছে তৃণমূল কংগ্রেস। পার্থ চট্টোপাধ্যায়ের অভিযোগ, কুত্সা রটানো হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে। তারই প্রতিবাদে এবার রাজ্যজুড়ে বিক্ষোভ মিছিল করবেন দলের মহিলা সংগঠনের কর্মীরা।
![কুৎসা ছড়ানো হচ্ছে দলের নামে, রাস্তায় নেমে সারদা কাণ্ডের প্রতিবাদ করবে তৃণমূল কুৎসা ছড়ানো হচ্ছে দলের নামে, রাস্তায় নেমে সারদা কাণ্ডের প্রতিবাদ করবে তৃণমূল](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2014/09/06/28917-partha.jpg)
কলকাতা: এবার রাস্তায় নেমে সারদা কাণ্ডের মোকাবিলা করতে চলেছে তৃণমূল কংগ্রেস। পার্থ চট্টোপাধ্যায়ের অভিযোগ, কুত্সা রটানো হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে। তারই প্রতিবাদে এবার রাজ্যজুড়ে বিক্ষোভ মিছিল করবেন দলের মহিলা সংগঠনের কর্মীরা।
বিক্ষোভ দেখানো হবে দিল্লিতেও। রাস্তায় নেমে আন্দোলনই রাজনীতিতে জমি শক্ত করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিরোধী নেত্রী থাকাকালীন একাধিক ইস্যুতে পথে নেমে আন্দোলনই ডিভিডেন্ড দিয়েছে আজকের মুখ্যমন্ত্রীকে। সারদা ইস্যুকে বিরোধীরা বার বার সামনে আনলেও মুখ্যমন্ত্রীর ভাবমূর্তিতে কোনও প্রভাব পড়েনি। পঞ্চায়েত বা লোকসভা নির্বাচন তারই প্রমাণ। সারদা ইস্যুতে বার বার অভিযোগের আঙুল উঠলেও বিরোধীদের মোকাবিলায় এখনও সেভাবে রাস্তায় নামেনি শাসকদল। কিন্তু সারদাকাণ্ডে সিবিআই তদন্তে নামার পর থেকে ক্রমশ চাপ বাড়ছে তৃণমূলের ওপর। জড়িয়ে পড়ছে দলের একাধিক নেতানেত্রীর নাম। বিধানসভা ভোটের আর দেড় বছর বাকি । চুপ করে বসে থাকার ঝুঁকি নিতে চাইছে না তৃণমূল। তাই এবার ফের পথে নামার সিদ্ধান্ত। আক্রমণই আত্মরক্ষার সেরা উপায়, এই কৌশলকেই হাতিয়ার করতে চলেছে শাসকদল।
দলের মহিলা সংগঠনকে দিয়ে শুরু করলেও, ক্রমশ এই আন্দোলনে শাসকদল যে সর্বশক্তি দিয়ে ঝাঁপাবে, তা বলার অপেক্ষা রাখে না।